একসাথে ৮টি মার্কেটপ্লেসে ফ্রি রেজিষ্ট্রেশন করেন এবং উপার্জন করুন ঘরে বসে থেকে সম্পূর্ন ফ্রি।

প্রথমত আপনার কোন টাকা খরচ হবে না।

আপনি একবার রেজিষ্ট্রেশন করবেন- ৮টি মার্কেটপ্লেসের সদস্য হইতে পারবেন।

আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী যে কোন মার্কেটপ্লেসে রেজিষ্ট্রেশন করে সদস্য হয়ে কাজ করতে পারবেন।

আপনি একই ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে সবগুলোতেই লগইন করতে পারবেন এবং কাজের জন্য আবেদন করতে পারবেন বা নতুন সার্ভিস ও বানাতে পারবেন।

যে কোন মার্কেটপ্লেসে আপনি একই সাথে কাজের জন্যে আবদেনও করতে পারবেন আবার একই সাথে সার্ভিস ও সেল করতে পারবেন। কোন ধরনের বিড কিনতে হবে না।

এই মার্কেটপ্লেসে থেকে আপনি যদি কোন সার্ভিসি কিনতে চান: তাহলে আপনি কিনতে পারবেন যে কোন ক্রেডিট কার্ড দিয়ে, পাইওনিয়ার দিয়ে, পেপাল দিয়ে, বিটকয়েন দিয়ে বা লাইটকয়েন দিয়ে বা ইথারিয়াম দিয়ে।

আবার আপনি যদি আপনার উপার্জন উইথড্র করতে চান তাহলে আপনি পেপাল/পাইওনিয়ার/পেল্যুশন দিয়ে করতে পারেন।

আপনি ছবিতে পেমেন্ট প্রুফ পাবেন অথবা নীচে দেয়া আছে ইউটিউব ভিডিও সিরিয়াল থেকে।

SEOClerk Bangla Tutorial

এখানে আপনি ৫টি ইউটিউব ভিডিও পাবেন। সেই ৫টি ভিডিও একটা একটা করে যদি দেখেন তাহলে আপনি এ টু জেড সব কিছু বুঝে যাবেন।

কোথাও কোন কিছু বুঝতে না পারলে  আমাকে জানাতে পারবেন। আমি আপনাকে যতোটুকু পারি সমাধান দেবো বা ওয়েবসাইটের ও নিজস্ব কাষ্টমার সাপোর্ট সেকসান আছে । সেখানে আপনি যোগাযোগ করলেও সমাধান করে নিতে পারেন।

এছাড়াও ওয়েবসাইটের কমুনিটি সেকসান আছে। সেখানে আপনি যে কোন ডিসকাসন তৈরী করতে পারবেন।

আপনি যদি আমার কাছ থেকে কোন ৫ ডলারের এসইও সার্স নিতে চান তাহলে আমি আপনাকে ৫ ডলারের একটা  কুপন কোড দেবো যা দিয়ে আপনি আমার কাছ থেকে যে কোন সার্ভিস কিনতে পারবেন। বা কাষ্টম অর্ডার ও মেক করতে পারেন।

এসইওক্লার্ক মার্কেটপ্লেসে প্রায় ১০ লক্ষ ফ্রি  ল্যান্সার  আছে এবং তাদের সার্ভিসের সংখ্যা প্রায় ৫০ লক্ষ।

বাংলাদেশের অনেকেই আছেন যাদের উপার্জনের সংখ্যা প্রায় ১ কোটি ছাড়িয়ে গেছে অলরেডী।

২০১১ সাল থেকে ওয়েবসাইট সারা বিশ্বে কাজ করে যাইতাছে অনেক বাংলাদেশী।

এই ছবিতে ক্লিক করলে আপনি আমার এসইও এফিলিয়েট ষ্টোরে ঢুকবেন। সেখানে আপনি একসাথে ৮টি ওয়েবসাইটের লিষ্ট পাবেন ক্যাটাগরি অনুযায়ী।

তারপরে আপনার যেটা ভালো লাগে সেটাতেই জয়েন করবেন। এবং লগইন করে সার্ভিস তৈরী করবেন। আপনি আমার টোটাল ইউটিউব ভিডিও ইনষ্ট্রাকসান দেখতে পারেন আমার ইউটিউব ভিডিও চ্যানেলে।

skype: masudbcl

Facebook: http://www.facebook.com/masudbcl01

Email: [email protected]

Youtube: http://www.youtube.com/c/MasudulHasan

Related Posts