আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিআসসালামুকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি সবসময়।
বর্তমানে করোনা মহামারীতে দেশের শিক্ষাঙ্গন পুরোপুরি থমকে আছে। বেশ কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে পুরোপুরি ছিটকে পড়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে বর্তমান শিক্ষামন্ত্রণালয় শিক্ষার্থীদের পুনরায় পড়াশোনার ফেরাতে বদ্ধ পরিকর। তারই ধারাবাহিকতায় তারা শিক্ষার্থীদের এসাইন্টমেন্ট চালু করেছে। যাতে শিক্ষার্থীরা পড়াশোনার ট্রাকে থাকে।
উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের এসাইন্টমেন্ট এর উত্তর প্রদানের ধারাবাহিকতায় আমি আজ নিয়ে এসেছি একাদশ শ্রেণীর আইসিটি এসাইন্টমেন্ট। আশা করি শিক্ষাথীদের উপকার হবে।
একাদশ শ্রেণির আইসিটির এসাইনমেন্ট উত্তর :
ক.যে সকল টেবিল বা সারণির মাধ্যমে বিভিন্ন গেইটের ফলাফল নির্ণয় করা হয় তাকে সত্যেক সারণী বলে।
খ.এই প্রশ্নের কোনো ইউনিক উত্তর নেই তবে সাত (৭)কে যদি নয় (৯) ধরা হয় তাহলে উত্তর পাঁচ (৫) মিলে যায়।
গ.তিনজন শিক্ষার্থীর নম্বরগুলো হলো (৬২)৮,(১০০১১১)২,(৪০)১০অর্থাৎ এখানে বিভিন্ন নম্বর সিস্টেমের ব্যবহার করা হয়েছে। আমাদের সুবিধার জন্য সকল নম্বর সিমস্টেমকে আগে দশমিক নম্বর সিস্টেমে পরিবর্তন করব.
(৬২)৮=(৫০)১০
(১০০১১১)২=(৩৯)১০
(৪০)১০
এবার সব নম্বর সিস্টেমকে যোগ করি। (৫০+৩৯+৪০)=(১২৯)১০ সংখ্যাটিকে অকটেলে প্রকাশ করলে
(১২৯)১০/৮
(১২৯)১০=(২০১)৮
(ঘ)আবুল ও বিলকিসের জোগ করার মাধ্যমে নির্ণয় নির্ণয় করার জন্য আগে তাদের প্রাপ্ত নম্বরকে দশমীকে পরিণত করি
আবুলের প্রাপ্ত নম্বর (৬২)৮=(৫০)১০
বিলকিসের প্রাপ্ত নম্বর (৪২)১০
(+৫০)-(+৪২)
(+৫০)+(-৪২)
নিচে ৮ বিট রেজিস্টারে বাইনারীর ম্যান উল্লেখ করা হলো :
+৫০=০০১১০০১০ +৪২=০০১০১০১০
-৪২=১১০১০১১০ -৪২=১১০১০১১০
এখানে আমরা ৮ বিট রেজিস্টার নিয়ে কাজ করতেছি। তাই কাঙ্খিত উত্তর হবে ০০০০১০০০০ অর্থাৎ +৮।
ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন