আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি একাদশ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট এর উত্তরপত্র। আশা করি আপনারা এর থেকেই ধারণা পেয়ে যাবেন।
ক.প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে?
উত্তর: ১৩৪৮ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন।
খ.প্রশ্ন : ”বাঁকা জল” বলতে কী বোঝানো হয়েছে ? ব্যাখ্যা করো!
উত্তর: ‘সোনার তরী’ কবিতায় ‘বাঁকা জল চরণাংশে বর্ষার বিপর্যয়কর পরিবেশের চিত্র চিত্রিত হয়েছে। তবে এরও প্রতীকী তাৎপর্য রয়েছে। কবিতায় কৃষক ব্যক্তি, কবির ক্ষুদ্র ক্ষেত্রের ক্ষেত্র এবং শ্রোতসবিনী নদী আপাত চিত্রের পিছনে বর্ণিত দার্শনিক প্রতীক হিসাবে মহাকাল হিসাবে বিবেচিত হয়। ফলস্বরূপ, ‘বাঁকা জলের চরণাংশে’ কবিতাটি মূলত জীবনকে ঘিরে থাকা বিপর্যয় ও প্রতিকূলতাকে বোঝায়। ‘বাঁকা জল’ এখানে সময়ের প্রবাহের প্রতীক।
গ.প্রশ্ন :
বিস্তারিত আসছে…