বিসমিল্লাহি রহমানের রাহিম
সকল প্রশংসা মহান আল্লাহতালার
আসসালামু আলাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা
সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভাল আছেন আল্লাহ তায়ালার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি
আজ আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে
আমার বড় ভাই ও বোনেরা আজ আপনাদের মাঝে অনেক আগের একটি ঘটনা আপনাদের আপনাদের মধ্যে এখন শেয়ার করব তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তি একটা বিষয় আশাকরি আপনাদের সবার ভালো লাগবে
একুশ শতক এবং তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয় টি ব্যাখ্যা
একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান । যার ফলে একুশ উত্ত শতকের সম্পদের ভূমিকাধারী হলাে সাধারণ মানুষ । কারণ শুধু ব্যা মানুষই জ্ঞান অন্বেষণ , ধারণ ও ব্যবহার করতে পারে । একুশ | আ শতকের এই ধারণাটি সারা পৃথিবীতেই মানুষের চিন্তাভাবনা ও সভ সভ্যতার পরিবর্তন এনেছে । যার পরিক্রমায় একুশ শতকের | ক পৃথিবীটা জ্ঞানভিত্তিক একটা অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে । পাশাপাশি একুশ শতকের পৃথিবীতে শুরু হয়েছে বিশ্বায়ন ও | অ আন্তর্জাতিকতার সুবিস্তৃত পরিধি । যার মধ্যে বিশ্বায়নের কারণে | সু যেকোনাে দেশের ভৌগােলিক সীমানা নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে । ফলে নিজ দেশের অধিবাসী হয়েও | | পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে থাকা যাচ্ছে , যেটি । আন্তর্জাতিকতার অলিখিত নিয়মকে তুলে ধরেছে । এক সময় যে | ত পৃথিবীর মানুষ জীবন ধারণের জন্য প্রকৃতির উপর নির্ভর করে । থাকত , সম্পদ আহরণের জন্য যুদ্ধ – বিগ্রহে লিপ্ত হতাে । একুশ । শতকের পৃথিবীতে এসে সেই মানুষই প্রযুক্তি ব্যবহার করে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়েছে , পৃথিবীকে সম্পদশালী করেছে । এমনকি তথ্যকে ব্যবহার করে কল্যাণমুখী গবেষণা দ্বারা পৃথিবী । পরিবর্তনে ভূমিকা রাখছে । অর্থাৎ একুশ শতক এবং তথ্য ও যােগাযােগ প্রযুক্তি একে অপরের সাথে সম্পর্কযুক্ত । কারণ একুশ । শতকের উন্নয়ন তথ্য ও যােগাযােগ প্রযুক্তিনির্ভর এবং একুশ শতকের অর্থনীতি হলাে জ্ঞানভিত্তিক অর্থনীতি । ও এমনকি তরিকা অপরের এক বল গেটস এর ।
তখন তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তি খুব একটা উন্নত ছিল না তাও অনেক যোগাযোগের মাধ্যমে ভালোই কাজ করতে পারছে
আর এখন তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তি এমন ভাবে এগিয়ে যাচ্ছে যে আমাদের নিচের এখন আর কিছু করতে হয় না ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা যা খুশি তাই করতে পারি কিছু বলার আগে সবকিছু চলে আসে
আর হ্যাঁ আমার যদি কোন ভুল হয় তাহলে আমাকে মাফ করে দিয়েন ক্ষমা দৃষ্টিতে দেখে
মানুষ বলতে তো ভুল হতেই পারে
সতর্ক হয়ে চলুন আর জীবনে এগিয়ে যান
আজকের পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আল্লাহ হাফেজ