১.আপনাদের মোবাইলে যে সকল বাউজ্রার আছে সেসকল বাউজ্রারে এক্রটেনশন এড করা যায় না তাই এক্রটেনশন এড করা যায় এমন একটি বাউজ্রার আমাদের মোবাইলে ডাউনলোড করতে হবে তাই আপনি গুগল প্লে-ষ্টোর থেকে ইয়ানডেস্ক নামে একটি বাউজ্রার আছে ঐ বাউজ্রারটি নামিয়ে নিবেন।
২.তারপর ইয়ানডেস্ক বাউজ্রারে গুগল এ গিয়ে সার্চ করুন মাল্টিপেল টুলস ফোর ফেসবুক তারপর এই উপরের স্কিনশর্টে থাকা এক্রটেনশনটি এড করে নিন।
৩.এবার ইয়ানডেস্ক বাউজ্রার থেকে ফেসবুকে প্রবেশ করুন তারপর দেখতে পাবেন মাল্টিপেল টুলস ফোর ফেসবুক এই এক্রটেনশনটি এসে গেছে।এবার এই এক্রটেনশনে ক্লিক করুন।
৪.এবার টুলস অপশনটি সিলেক্ট করুন ও সেখান থেকে ফ্রেন্ডস রিমুভ অপশনটি সিলেক্টন করুন।
৫.এবার সকল রো সিলেক্ট করার জন্য উপরের ডানদিকে গোলাপি টিক চিহ্ন দেখতে পাচ্ছেন ঠিক আপনিও ঐ টিক চিহ্ন তে ক্লিক করুন।এবার সকল ফ্রেন্ডস সিলেক্ট হয়ে যাবে তারপর যে ফ্রেন্ডসগুলোকে আনফ্রেন্ড করতে চান তাদের গোালপি টিক চিহ্ন তুলে দিন।তারপর বায় বায় এ ক্লিক করুন।
৬.এবার আপনার কাছে ঠিক উপরের দেওয়া স্কিনশর্ট এর মতো অপশন আসবে আপনি আনফ্রেন্ড এ ক্লিক করবেন।
৭.এবার দেখুন সকল ফ্রেন্ডস আনফ্রেন্ডস হয়ে গেছে ও আমি লিষ্ট পেয়ে গেছি যে আমি কাকে কাকে আনফ্রেন্ডস করেছি।
৮.এবার ওকে দেন কাজ শেষ পরবর্তীতে প্রয়োজন হলে একই নিয়ম মেনে কাজ করে নিবেন।
আর আপনি যদি এক এক করে ফেসবুক এর ফেন্ডগুলোকে আনফেন্ড করতেন তাহলে হয়তো অনেক সময় লেগে যেত আর এখন আপনি অতি অল্প সময়ে এক ক্লিকে সকল ফেসবুক ফেন্ডকে আনফেন্ড করতে পারবেন এতে করে আপনার সময় বেচে যাবে আশা করি। আপনি চাইলে পিসি দিয়ে গুগল ক্রেম এর সাহায্যেও এই ফেসবুক এর সকল অপরিচিত ব্যাক্তিগুলোকে ফেন্ড্রলিষ্ট থেকে রিমুভ করে দিতে পারেন আমি এন্ড্রয়েড ফোন এর সাহায্য দেখালাম ।আজকের এই অসাধারণ টিপসটি দেখার জন্য ধন্যবাদ।