এক গুচ্ছ নানা স্বাদের ছন্দবদ্ধ কবিতা

আমার গ্রাম
জিয়াউল জিয়া

সুজলা-সুফলা, শস্য-শ্যামলা
আমার গ্রামের চিত্র,
এখানে সবাই বন্ধুবরেষু
সবাই সবার মিত্র।

লকডাউন আর শাটডাউনের
নেই ছোঁয়া লেশমাত্র,
এখানে সবাই নিরীহ শ্রেণীর
পাত্রী এবং পাত্র।

সন্ধ্যা মানেই রাত এখানে
বেঘোরে ঘুমায় সব,
এখানে নেই ইয়ো কালচার
হিন্দী কলোরব।

ক্ষমতায় কে আসলো, গেলো-
নেই করো সেই খোঁজ,
এদের ওপর ভর করেই
দেশটা চলে রোজ।

এই মেয়েটা
জিয়াউল জিয়া

এই মেয়েটা ছুটতে পারে
সকাল থেকে সন্ধ্যা,
এই মেয়েটা পদ্মা নদী-
কিংবা মহানন্দা।

কাজ না থাকলে এই মেয়েটার
মন করে আনচান,
এই মেয়েটার খুব পছন্দ
রবীন্দ্র দা’র গান।

এই মেয়েটার সিঁদুর প্রিয়
আর প্রিয় খুব সাগর,
এই মেয়েটা রূপের পুতুল
দু’চোখ ডাগর ডাগর!

এই মেয়েটা ছুটতে পারে
সকাল থেকে রাত্রি,
এই মেয়েটা অসাধারণ
মহাকালের যাত্রী!

আপনার-আমার
জিয়াউল জিয়া

আজ আপনার সুদিন চলছে
আমার চলছে দুর্দিন,
বিরহের এক গান লিখেছি
পারলে সেটার সুর দিন,
একাকিত্ব খাচ্ছে কুরে
পারলে একটা ‘হুর’ দিন,
চা পাতা আছে, চিনি তো নেই
পারলে একটু গুড় দিন,
আজ আপনার সুদিন চলছে
আমার চলছে দুর্দিন!

বৃষ্টি মেয়ে
জিয়াউল জিয়া

বৃষ্টি মেয়ে ঠিক রাখে রোজ
আমার মনের সবটুকু খোঁজ,
মন খারাপের আভাস পেলেই-
আকাশ বেয়ে নামা,
বৃষ্টি মেয়ে শুধু তোমাকেই-
মানায় মেঘের জামা!

তুমি
জিয়াউল জিয়া

এখন তুমি আগের মতো
নাও না আমার খোঁজ,
তুমি-আমায় একটু করে
ভুলে যাচ্ছো রোজ!

চিত্র
জিয়াউল জিয়া

মন খারাপের চিত্রটা ঠিক-
মেঘলা দিন আর তারপরে ঝুম-
বৃষ্টির মতো,
‘কষ্ট’ সেতো ঘরের কোণে-
অবহেলায় পড়ে থাকা-
সৃষ্টির মতো,
অনাথ শিশুর মহাশূণ্যে-
এক পলকে তাকিয়ে থাকা-
দৃষ্টির মতো,
ভালবাসিলে কষ্ট মিলিবে-
এই কথা ঠিক-
আবহমান কৃষ্টির মতো!

জোর নাকি জয়
জিয়াউল জিয়া

জোর করে হায় নেই কোনো লাভ
জয় করাটাই ‘লক্ষ্য’ হোক,
তুমি আমার, আমি তোমার-
শুধু একটাই ‘পক্ষ’ হোক!

নথ
জিয়াউল জিয়া

চুমু দিলাম তোমার নাকের নথে
আমরা দু’জন বহুদূরের পথে।
তোমার হাতে সপেছি এই হাত,
সূর্য আনবো, মিলিয়ে দেবো-
দুঃস্বপ্নের রাত!

স্মৃতি
জিয়াউল জিয়া

গভীর রাতে স্মৃতির মাঝে যখনই দেই ডুব,
বুকের মাঝে কাঁপন জাগে কাঁপন লাগে খুব!
মনে পড়ে ফেলে আসা কত্তো প্রিয় মুখ,
বুকে তখন কাঁপন লাগে কাঁপন জাগে খুব!

বৃষ্টি
জিয়াউল জিয়া

‘আসি’ বললে আসবেই সে
বানায় নাতো বোকা,
‘আসবো’ বলেছে, সত্যি এসেছে
বৃষ্টি দেয়নি ধোকা…!!!

ক্রোধ
জিয়াউল জিয়া

হৃদয় আকাশ মেঘে ঢাকা
রাঙবে না আর রোদে,
তোমায় ভুলে থাকছি রোজই
বোধহীন শত ক্রোধে!

Related Posts

49 Comments

  1. কবিতার ব্যাকরন বরাবরই আমার কঠিন মনে হয় , অবশ্যই বর্তমান যুগ কঠিন তাই যুগের সাথে তাল মিলিয়ে কবিতা ও কঠিন কিন্তু আপনার কবিতা সহজ সরল ভালো লাগলো

মন্তব্য করুন