এদের কে সাহায্য করা উচিৎ

আহারে জীবন এই ছেলেটার থাকাক্র কথা স্কুলে অথচ ছেলেটা এখন বাদাম বিক্রি করে। আজকে এই ছেলেটাকে দেখে হঠ্যাৎ করে দেখে   খুব খারাপ লাগলোআমাদের দেশে এমন কত অসহায় ছেলে আছে যারা টাকার অভাবে পড়ালেখা করতে পারেনা। আমরা আশে পাশের মানুষ গুলো চাইলে এদেরকে কিছুটাসাহায্য করতে পারি, এখন শীত কাল তাদের না জানি কত কষ্ট হয় শীতে কিন্তু তাদের সাহায্য করার মত মানুষেরবড়ই অভাব কেও নাই কি তাদের কে সাহায্য করার মত, আমরা তো কত দামী দামী পোষাক পরি, অথচ এই ছেলে গুলা ২০০ টাকার একটা শীতের পোষাক ও প্পড়তে পারেনা। আমরা যদি তাদের সাহায্য না করি তাহলে কি ভাবে হবে তারা কি আমাদের থেকে এত টুকুই আশা করেনা, আমরা যদি তাদের জন্য কিছু করতে না পারি তাহলে এটা মাদের জন্য বড় লজ্জার বিষয় হলো আমাদের ইট পাথরের শহরেএ মানুষগুলো আমাদের নিজেদের নিয়ে ব্যাস্ত থাকি কিনতু আশে পাশের এই অসহায়মানুষ গুলার খবর নেওয়ার মত সময় পাইনা,

ছেলেটার নাম রাব্বী সে চান্দুরাতে থাকে তার বাবা মার সাথে তার বায়াব রিক্সাচালক মা বাসাই বাসাই কাজ করে, হঠাৎ করে তার বাবা অসুস্থহয়ে পারে ফলে বাধ্য হয়ে এই ছেলে টাকে টাকা ইনকামের উদ্দ্যেশ বের হতে হয়,  এই ছেলে টা অনেক ভাল একটা ছেলে, সে কাজের বিনময় ছাড়া টাকা নিতে চাইনা আমি অনেক করে বললাম ভাই কিছু টাকা রাখো তুমি কিছু খেয়েনিও সে আমার কথা শুনতেই চাইনা পরে জোর পুর্বক ভাবেই আমি তাকে টাকা টা দিয়ে দিলাম তারপর । তারপর তার থেকে তার বাসার খোজ খবর নিলাম,

আমার যত টুকু মনে হল ছেলেটা মথ্যা বলেনি, ছেলেটা অনেক ভাল আছে,

  1. আমার যদি আরো বেশি সমর্থ্য থাকত তাহলে ছেলেটাকে সাহায্য করত্তাম,ভাল, ছেলে

Related Posts