আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার দয়ায় ভালো আছি। আজকে আমি এন্ড্রয়েট নিয়ে কয়েকটি টিপস শেয়ার করবো।
১. ফোনের ভলিউম খুবই কম :
বিভিন্ন টাইমে দেখা যায় ফোনের ভলিউম খুবই কম থাকে। এর সমাধানের জন্য Google play store থেকে Audio boost নামের এ্যাপটি Install করে নিতে পারেন। এই এ্যাপটি আপনার ফোনের সাউন্ড কিছুটা বৃদ্ধি করবে।
২. ওয়াই-ফাই কানেক্ট হয় না :
ওয়াইফাই সংযুক্ত না হওয়া, এটি একটি সাধারণ সমস্যা। এক্ষেত্রে আপনার ফোনে wi-fi থেকে Setting আবার সেখান থেকে Menu তে আবার Menu থেকে Advance এবং stay connected এ ক্লিক করুন। Range এর মধ্যে থাকলে আপনার এন্ড্রয়েড দিয়ে wifi কানেক্ট হয়ে যাবে। সাধারণত নিউ ওয়াইফাই কানেক্ট করতে গেলে এই ধরনের প্রবলেম বেশি পোহাতে হয়।
৩. এসডি কার্ড পাচ্ছে না :
SD কার্ডে প্রবলেমের কারণে এটি হতে পারে। তাই প্রথমে কম্পিউটার এর সাহায্যে এসডি কার্ড Re formate করুন। এরপর আপনার ফোন থেকে Memory কার্ডটি আবার format করুন এবং এরপর ফোনে মেমরি ব্যবহার করুন।
৪. লাইটে ফোন এর স্ক্রিন দেখতে সমস্যা হয় : এক্ষেত্রে ফোনের স্ক্রিন এর ব্রাইটনেস গ্রোথ করতে পারেন।
৫. আপনার ফোন এর সকল ইনফরমেশন যেভাবে ডিলিট করবেন :
আপনি Settings ➡️ SD & Phone Storege ➡️ Factory Data Restore এ ইন্টার করুন। এটি করার আগে আপনাকে মাস্ট বি প্রয়োজনীয় ডাটা সমূহ অন্য জায়গায় সেভ করে নিতে হবে। কারণ এই ডিলেশান করার দ্বারা আপনার ফোনের সকল কিছু মুচানো হয়।
৬. গুগল ম্যাপে সঠিক স্থান দেখা যাচ্ছে না :
প্রথমে Settings এ যান,তারপর Location এ Use GPS satellites এ ক্লিক করুন। এতে আপনাকে সঠিক দিকনির্দেশনা প্রদান করবে।
৭. ফোনটি পানিতে পড়ে গেলে :
অতি দ্রুত ফোনের ব্যাটারি খুলে নিন এবং ফোনের সকল পার্টস খুলে নিন। মিনিমাম তিন দিন ফোনটি শুকনো জায়গায় রাখুন। এরপর আপনার ফোনটি ওপেন করুন। এতে আপনার ফোনটি ঠিক হয়ে যাবে।
৮. সার্চ করা লিস্ট গোপন রাখুন : আপনি www.google.com/history এ আপনার যেকোন ব্রাউজার দিয়ে ইন্টার করুন এবং লগ ইন করুন। এখানে আপনি আপনার আগের সার্চ করা History গুলো রিমুভ করতে পারবেন এবং পরবর্তীতে সার্চগুলো যেন না থাকে সে অপশান সিলেক্ট করতে পারবেন।
০৯. ফোনের ঘড়ির টাইম ঠিক থাকে না :
ফোনের টাইম অটোমেটিক না হওয়ার কারণে সময় ঠিক থাকে না। যদি নেটওয়ার্ক ক্লক ধীর গতির হয়, তবে ফোনের সময় স্লো হবে। এর সমাধানের জন্য Settings ➡️ Date & Time ➡️Automatic এ ক্লিক করে দিন। এতে ডাটা চালু করার সাথে সময় ঠিক হয়ে যাবে।
১০. স্ক্রিনশট নিবেন যেভাবে : কিছু কিছু স্মার্ট ফোনে ব্যাক বাটন ও হোম বাটন একসাথে চাপলে করলে স্ক্রিন ক্যাপচার হয়। অথবা তিন আঙ্গুল দিয়ে উপর থেকে নিচে টাচ করলে স্ক্রীনশট হয়ে যাবে।
সকলে ভালো থাকবেন।
সুস্থ থাকবেন।