বর্তমানে সময়ে আমরা দেখি যে কমবেশী আমাদের সকলের হাতেই একটি করে স্মার্টফোন। যাদের মধ্যে অনেকেই আবার যুগের সাথে তাল মিলিয়ে চলতে শখ করে আরো নতুন আপডেটেড ফোন কিনে থাকি। তবে প্রায়ই শখের এই যন্ত্রটির মাঝে দেখি নানা রকম সমস্যা। যার মধ্যে অন্যতম একটি সমস্যা ফোন হলো হ্যাং হয়ে যাওয়া। কিন্তু এই হ্যাং হওয়া কিভাবে রেহাই পাবেন তা নিয়েই আজকে নতুন একটি পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
আশা করি grathor.com এর সুপ্রিয় পাঠক পাঠিকাগণ যারা এ পোষ্টটি পড়বেন তারা কিছুটা হলেও উপকৃত হবেন। নিচে আমি এন্ড্রয়েড ফোন হ্যাং হওয়ার কারণ ও এতে কী করণীয় সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিচ্ছি। আশা করি আপনার ফোন হ্যাং হওয়া বিষয়টির যথাযথ সমাধান পাবেন।
এন্ড্রয়েড ফোন হ্যাং হওয়ার কারণ
১. প্রথমত এন্ড্রয়েড ফোন হ্যাং হওয়ার যে কারণটি তা হলো ফোন এর র্যাম কম হওয়া। আপনি যখন একই সময়ে অনেক গুলি আপ্লিকেশন ব্যবহার করেন তখন প্রয়োজনের তুলনায় মেমরি(র্যাম) কম হওয়ায় ফোন হ্যাং হয়ে থাকে।
২. দ্বিতীয়ত আমরা যদি মেমোরি কার্ড (Memory card /External Memory) এর পরিবর্তে ফোন মেমরিতে (Internal Memory/ROM) যথেষ্ট পরিমানের অ্যাপ্লিকেশন ইনষ্টল করি তবে রোম (ROM) এর ঘাটতি হয়। যার ফলে আপনার ফোনটি হ্যাং হয়ে থাকে।
৩. তৃতীয়ত যদি আপনও cookies, caches, log files ইত্যাদি পরিষ্কার না করেন তাহলে এগুলি আপনার ফোন মেমরি জ্যাম করে দেয়। এতে আপনার ফোনটি হ্যাং হতে পারে। তবে সেটিংস এ গিয়ে আপনি স্টোরেজ অপশন থেকে ক্যাচে ফাইলগুলো সব ডিলেট করে দিতে পারেন।
এছাড়া প্লে স্টোরে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর ফাইলগুলো ক্লিন করার জন্য বহু অ্যাপস রয়েছে। যেমন: ক্লিনইট। এই সকল অ্যাপগুলো আপনি ডাউনলোড করে আপনার ফোনটি সুরক্ষিত রাখতে পারেন।
৪. চতুর্থত আপনি যদি আপনার এন্ড্রয়েড ফোন এর মেমরির তুলনায় অধিক ভারি কোনো অ্যাপলিকেশন ডাউনলোড করেন এবং বেশি সময় ধরে গেম খেলেন তাহলে আপনার ফোন হ্যাং হবে।
৫. পঞ্চমত দীর্ঘক্ষণ একটানা ফোন ব্যবহার করলে ফোন হ্যাং হয়।
ফোন হ্যাং হওয়া থেকে কি করণীয়
ফোন হ্যাং হওয়া থেকে মুক্তি পেতে প্রথমেই যে বিষয়টি আপনার দেখতে হবে তা হলো আপনার ফোন এর র্যাম কত। আপনার ফোন এর র্যাম (RAM) যদি কম হয় তাহলে কখনোই ভারি কোনো অ্যাপলিকেশন ফোনে চালাবেন না। প্রয়োজন আননেসেসারি অ্যাপগুলো ডিলিট বা আনইনষ্টল(Uninstall) করে দিন।
তবে আপনি যদি কোনো কিছু ইনষ্টল করতে চান তাহলে চেষ্টা করবেন মেমোরি কার্ডে ইনষ্টল করার। এতে ফোন মেমরিতে অনেকটাই জায়গা থাকবে। আর যদি সম্ভব হয় তবে আপনার ফোনে যেই অ্যাপসগুলো আছে সেগুলো আপনি সেটিংস এ থেকে অ্যাপে ঢুকে সেটি মেমোরি কার্ডে কপি/কাট করে সরিয়ে নিতে পারেন।
ফোন চালানোর সময় লক্ষ রাখুন যে একই সঙ্গে অনেকগুলো অ্যাপলিকেশন চলছে কিনা। এছাড়া অ্যাপ বন্ধ করে মেমরি (র্যাম) ফাঁকা রাখতে Advanced task killer ও Easy task killer অ্যাপ দুটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপ দুটি প্লে স্টোরে ঢুকে ডাউনলোড করে নিতে পারবেন।
তাছাড়া নিয়মিত আপনার ফোনের সফটওয়্যারগুলো আপডেট করার পাশাপাশি ফোন এর কার্যক্ষমতার বিষয়টি খেয়াল রাখবেন। কেননা আপনি যদি দীর্ঘক্ষণ ধরে ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনার ফোন এর সিস্টেম জ্যাম হয়ে বারবার ফোনটি হ্যাং হবে।
তাই দীর্ঘক্ষণ একটানা ফোন ব্যবহার থেকে অবশ্যই বিরত থাকবেন। প্রয়োজনে সারারাত ফোন অফ করে রাখবেন এতে ফোন কিছুটা রেষ্ট পাবে। আর মনে রাখবেন যে আপনার ফোনের প্রসেসর যত ভালো কাজ করবে আপনার ফোন ততই দ্রুত রান করবে।