ব্রেইনলি দ্যা ফ্রি লার্নিং এ্যাপ হলো একটি আন্তর্জাতিক মানের ইংরেজি শিখার এ্যাপ এই এ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। আমরা অনেকে ফাইবার, ফ্রিলান্সার, আপওয়ার্ক ও পিপলপার আওয়ার এর মতো ইন্টানেশনাল ফ্রিলান্সিং প্লাটফমে কাজ করে থাকি এসব প্লাটফর্মে সকল ভাষা ইংরেজিতে থাকে এমনকি আপনি যার সাথে আপনার কাজ বেঁচা-কেনা করবেন সেও কিন্তু অন্য ভাষা জানুক না জানুক আপনার সাথে ইংরেজিতে কথা বলবে। আবার আপনি যদি কোনো দেশে যেতে চান তাহলে আপনি যদি তাদের দেশের ভাষা না জানেন তবে ২য় ল্যাংগুয়েজ হিসেবে আপনাকে ইংরেজিতে তাদের সাথে কমিউনিকেট করতে হবে তা না হলে আপনি মহা বিপদে পরে যাবেন।
আপনি এই এ্যাপটি প্লে-ষ্টোর এ পাবেন। প্রথমপ প্লে-ষ্টোরে যাবেন গিয়ে সার্চ করবেন ব্রেইনলি দ্যা ফ্রি লার্নিং এ্যাপ তারপর ঠিক এই এ্যাপটি ডাউনলোড করবেন এবং এ্যাপটিতে প্রবেশ করবেন। প্রবেশ করে গুগল বা ফেসবুক এক্যাউনট দিয়ে ব্রেইনলি দ্যা ফ্রি লার্নিং এ্যাপ এর জন্য এক্যাউন্ট করে নিবেন। এবার এখানে আপনি শেখার জন্য অনেক ইংরেজি শিক্ষক এর ভিডিও পাবেন ভিডিও দেখে শিক্ষতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন দেশের মানুষের সাথে মেসেজের মাধ্যমে ইংরেজি চ্যাটিং করে কিংবা ফোনে অডিও কল করে ইংরেজিতে কথা বলতে পারবেন।
আর আপনি যত বেশি কথা বলবেন আপনার লেভেল তত বারবে আর এই লেভেল দিয়ে বোঝায় যে আপনি ইংরেজিতে কতো ভালো করতেছেন। আপনি যদি চান তাহলে এখান থেকে ইনকাম ও করতে পারবেন আর এই ইনকাম করতে হলে আপনার ইংরেজিতে দক্ষ হতে হবে।
আর আপনি ইংরেজি ভিডিও ক্লাস দিলে সেখাানে আপনাকে মানুষ ডায়মন্ড গিফট করবে আর এই ডায়মন্ড থেকে আপনি মাসটার কার্ড কিংবা ভিসা কার্ডে টাকা তুলতে পারবেন।আপনি চাইলে এই আয় কৃত টাকা না তোলে আপনার এক্যাউন্ট থেকে অন্য দেশের শিক্ষককেও এই টাকাগুলে গিফট করতে পারবেন যেমন আপনাকে একজন টাকাগুলো গিফট দিয়েছে ঠিক তেমনই করে।আর সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।