আসসালামু আলাইকুম বন্ধুরা।
শিরোনাম দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলবো বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে,
আজকাল আমরা অনেকেই শুনে থাকছি বাইকের বিভিন্ন ব্রেকিং সিস্টেম, যেমন এবিএস ব্রেকিং সিস্টেম এবং সিবিএস ব্রেকিং সিস্টেম। আপনারা অনেকেই বুঝতে পারছেননা যে আসলেই ব্রেকিং সিস্টেম টা কি, কিভাবে কাজ করে, অথবা দুইটার মধ্যে পার্থক্য কি! অনেকে হয়তো বা এবিএস ব্রেকিং সিস্টেম কে সিবিএস এবং সিবিএস ব্রেকিং সিস্টেম কে এবিএস বলে গুলিয়ে ফেলছেন। তো আপনাদের এই কনফিউশন ক্লিয়ার করার জন্য আজকের আমার এই লেখা বন্ধুরা আজ আমরা কথা বলবো এবিএস ব্রেকিং সিস্টেম নিয়ে এবিএস ব্রেকিং সিস্টেম এর ফুল মিনিং হল এন্টি লক ব্রেকিং সিস্টেম। সাধারণ যে গাড়িগুলোতে আমরা হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম ইন্সটল করা থাকে দেখতে পাই,
সেগুলোতে গাড়ি ব্রেক করলে আরেকটা ব্রেকটা চাকাটা কে থামিয়ে দেয়। সে ক্ষেত্রে অনেক সময় চাকা স্লিপ করতে পারে, কিন্তু এখানে যদি হাইড্রোলিক সিস্টেম এর জায়গায় এবিএস ব্রেকিং সিস্টেম থাকতো তাহলে এন্টি লক অর্থাৎ ব্রেকটা জাম করতোনা। চাকাটাকে লকটাকে ছাড়তো এবং ধরতো ধীরে ধীরে ব্রেক হতো ফলে গাড়ি স্লিপ করার কোনো সম্ভাবনা থাকতোনা। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবিএস ব্রেকিং সিস্টেম গাড়িতে ইন্সটল করা থাকলে আপনি যখন গাড়ি ব্রেক করবেন তখন চাকাটা স্লিপ করবেনা। অথবা স্মুথলি আপনি বাইক চালালে চাকা স্লিপ করার সম্ভাবনা একদমই কম থাকবে। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবিএস ব্রেকিং সিস্টেমটা কি!
ধন্যবাদ বন্ধুরা😊