আমরা এস এস সি পাশ করার পর অনেকেই এর মাঝে থাকি ।
কি করব কিছুই সিদ্ধান নিতে পারি না । আজকের লেখাটি তাকের জন্য যারা এ ধরণের দিধা দন্দের মাঝে থাকেন।
কোনটা ভাল হবে আমারা সবার কাছে পরামর্শ নিতে বাস্ত হয়ে পরি। আমি আজকে বলব এটা নির্ভর করে এস এস সি ফলাফলের উপর । আপনার যদি এস এস সি রেজাল্ট A+ হয় তাহলে আমি
আপনাকে সিদ্ধান্ত দেব জেনেরাল লাইন এ বা এইস এস সি ভর্তি হওয়ার জন্য। এ ক্ষেত্রে একটা জিনিস ভাবতে হবে যে কেন আমি এই পরামর্শ দিচ্ছি। আপনার যদি A+ থাকে আর যদি আপনি
এইসএস সি টে A+ নিয়ে আসতে পারেন তাহলে আপনার ভাল একটা ভার্সিটিতে চাঞ্জ পাওয়া সহজ হয়ে যাবে । আর যদি আপনার এস এস সি টে A+ না থাকে বা আপনার জিপিএ ৪.০০ -৪.
৭০ এর মাঝে থাকে তাহলে আপনি এইস এইস সি টে A+ নিয়ে আসেন তারপরেও আপনার ভাল কোন ভার্সিটিতে চাঞ্জ পাওয়া কঠিন হয়ে যাবে। তবে কিছু ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। আমি পরামর্শ দেব
যদি আপনার জিপিএ ৪.০০ এর কম হয় তাহলে আপনি পলিটেকনিক ইন্সটিটিউটে গুলা বেছে নিতে পারেন । এখানে আপনি কাজের মাধ্যমে ভাল একটা প্লাটফরম তৈরি করে নিতে পারেন। এর যদি
আপনার জেনেরাল লাইন এ পড়ালেখা করতে চান । সেটা আপনার আকান্ত পারসোনাল বিষয় । তবে এটাও ভাল হতে পারে আপনি এইস এইস সি শেষ করার পর যদি ভাল কোন ভার্সিটি বা ভাল কোন
সাবজেক্ট না পান তাহলে একটা প্রাইভেট ভার্সিটিতে সরাসরি বিএসসি করে নিতে পারেন । তবে হাঁ যদি আপনার ফ্যামিলির যথাযথ সামর্থ্য থেকে থাকে । এছাড়াও আপনি আপনার পছন্দের বিষয় নিতে
পারেন এটা আপনার বিষয় । তবে পলিটেকনিক ইন্সটিটিউট গুলোতেও এখন ভাল একটা প্লাটফরম তৈরি করা সম্ভব হচ্ছে । যেটা আমরা দেখতে পাচ্ছি । আজকে এতটুকুই তবে সিদ্ধান্ত নিতে হবে
সবকিচু বিবেচনা করেই । কারণ একটা সঠিক সিন্ধান্ত আপনার জীবনে একটা সঠিক প্লাটফরম । কথাটা মনে তাখবেন। পরামর্শ নিবেন সবার কাছ থেকে তবে সিদ্ধান্ত নিবেন আপনি । আপনার সিদ্ধান্ত
আপনার জন্যই ভাল হবে । আবার ফ্যামিলির থেকেও সিদ্ধান্ত নিতে হবে । সবকিছু নির্ভর করবে আপনার ফ্যামিলির উপর কারণ আপনার পরালেখার খরচ টা কিন্তু ফ্যামিলিই বহন করবে । সব দ্বিধা দন্দ
ভুলে একটা সঠিক প্লাটফর্ম বেছে নিন । আসলে যেটাই বেছে বেন না কেন আপনাকে পড়ালেখা করতে হবে নিষ্ঠার সাথে। ভাল পড়ালেখা আপনাকে পৌঁছে দিবে সফলটার শীর্ষে ।