কবিতাঃ আমার স্বাধীনতা, জ্ঞানের আলো।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

প্রিয় পাঠক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সামনে স্বীয় রচিত দুটি কবিতা নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমার স্বাধীনতা
মোঃমোজাম্মেল হক

আমার স্বাধীনতা,
তুমি ঘুম ভাঙানো পাগলা বাঁশির
মাতাল সুরের মুর্ছনা এক
তুমি লক্ষ প্রেমীর ত্যাগের মিনার
রক্ত স্রোতের বুদবুদি এক।

তুমি কাল পুরুষের উল্কি যেন
বাংলা মায়ের আকাশে ঐ
তুমি ঝঞ্ঝাবায়ু কাল বৈশাখের
ঢেউয়ে উত্তাল জলে থই থই।

তুমি নাঙ্গা অসি শোসক দ্বারে
ধুমড়ে মুছড়ে বুকের পাটা
তুমি ৭ই মার্চের বিপ্লবী বান
হানাদারের পথের কাঁটা।

আমার স্বাধীনতা,
তুমি ফেব্রুয়ারির রক্ত রাঙা
ছাঁই চাপা এক তুষের আগুন
তুমি উনসত্তরের অভ্যুত্থানে
জ্বলে ওঠা তপ্ত উনুন।

তুমি বেঈমানের মুখে লাথি
সত্তর সালের নির্বাচনে
তুমি হায়েনাদের আঘাত হানা
বিধ্বংসী বোম আগ্রাসনে।

তুমি কালরাতের ঐ আগুন জ্বলা
কালো ধোঁয়ার কুন্ডলী বাঁক
তুমি ঢিল ছোড়া ঐ অসুর গায়ে
হুল ফুটানো মৌমাছি ঝাঁক

আমার স্বাধীনতা,
তুমি রাক্ষসরূপী ঘাতক থাবায়
সোনার ছেলের নিথর দেহ
তুমি বঙ্গবন্ধুর হাতে পরা
শিকল কারার মুক্ত গেহ।

জ্ঞানের আলো
মোঃ মোজাম্মেল হক

মেলা খেলার দিন ফুরালো
বড় হলাম আমি।
পড়ালেখা শিখে এবার
হবো সফলকামী।

জ্বালবো মনে আলোর বাতি
দূর করিবো কালো,
সবার চোখের ঘুম ভাঙাবো
দেব জ্ঞানের আলো।

এই আলো সেই আলো নয়
ঘুম ভাঙানোর রোল,
আয় রে কিশোর আয় তোরা আয়
গেয়ে জ্ঞানের বোল।

ওরে নবীন, ওরে কিশোর
ওরে আমার বাছা,
জানিস কি তুই? জীবনটা যে
মস্ত বন্দী খাঁচা।

মুক্তি পেতে হলে মনে
আলোর প্রদীপ জ্বালো,
জ্ঞানই হলো জীবন পথে
অন্ধকারে আলো।

আমার নিজের লেখা কবিতা দুটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃপনতা না করে গঠনমূলক মন্তব্য করে অনুপ্রানিত করবেন।

Related Posts