কবিতাঃ নিঝুম রাত্রিতে, চাঁদ ও সময়ের মূল্য

প্রিয় ভাই বোন, বন্ধুরা আসসালামুয়ালাইকুম। আশা করি সফলে সুস্থ, সুন্দর এবং ভালো আছেন। আপনারা সবাই এমনই থাকুন। এই কামনা করি।

বর্তমানে আমাদের সবার দৈনিক কাজের রুটিন গেছে পাল্টে। সেজন্য আমরা অনেকেই ঘুমের অভ্যাস ফেলেছি পাল্টে। বিশেষ করে ছাত্র ছাত্রীরা। শিক্ষাপ্রতিষ্ঠানের রুটিন পাল্টানোর জন্য ছাত্র ছাত্রীরা রাত ২ টায় ঘুমায় আর দিনে ১২ টায় ঘুম হতে উঠে। এতে করে টিনার মনে নানারকম হতাশা ও দুশ্চিন্তার ছাপ পড়ে। টিনার মাঝে মাঝে রাতের বেলা ঘুম আসে না। তখন নানা রকম ভয়ের কল্পনা ভীড় জমায় ওর মনে। পরে টিনা নিজেই মনের এই কল্পনার ভয় দূর করে ফেলে। একথা ভেবে টিনা ছাড়াও নিশ্চুপ রাত্রিতে অনেকেই জেগে থাকে।

নিঝুম রাত্রিতে

নিঝুম রাত্রিতে ঘুমিয়ে পড়ে সকলে।
চাঁদের মিষ্টি আলো ঝলমলে আকাশেতে।
জানালার পর্দার ফাঁকে অন্ধকার ঘরে একঝলক আলো উঁকি দিয়ে ঘরকে আলোকিত করে।
বারান্দার চড়ুই পাখির বাসায় বাচ্চাদের নড়াচড়ার শব্দ পাওয়া যায় ।
রাস্তায় কুকুরের ঘেউ ঘেউ শব্দ যায় শোনা ।
মাঝে মাঝে নাইট গার্ডের হুইশেল বাজে।
টিনার মন থেকে নিঝুম রাত্রিতে ,একা জেগে থাকার কল্পনার ভয় যায় চলে।
টিনার মনে হয়, সে ছাড়াও অনেকেই জেগে আছে নিঝুম রাত্রিতে ।

কবিতাঃ চাঁদ

নিশ্চুপ রাত্রিতে চেয়ে থাকি তোমার পানে।
যখন সন্ধ্যা নেমে আসে পৃথিবীর বুকে,
ঠিক তখনই তুমি জাগ্রত হও আকাশের মাঝে।
সবাই যখন বিশ্রামে মগ্ন,
তুমি বিলিয়ে যাও তোমার আলো।
অপরুপ সৌন্দর্য আর গুণের ভাণ্ডার তোমার।
সকলে মনে করে তোমারও কলঙ্ক আছে।
আমি মনে করি, সৌন্দর্যের কাছে তাহা যায় মুছে।
এতটুকু গুণের ছিটা দাও মোদের মাঝে,
যেন ছড়িয়ে দিতে পারি আলো পৃথিবীর বুকে।
তবে ধন্য মনে করিব নিজেকে।

কবিতাঃ সময়ের মুল্য

আমরা অনেক ক্ষেত্রেই সময়কে অবহেলা করি। সঠিক সময় মত কাজটি করি না। ফলে আমাদের কাজের চাপ বেড়ে যায়। এতে আমরা পিছনে পড়ে যাই। সেজন্য সময়ের কাজ সময় মতই আমাদের শেষ করে ফেলতে হবে। তাহলে জীবনের সব ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারব। তাই সময়কে অবহেলা করা আমাদের অনুচিত।

সময় যায় চলে ফিরে যে, আসে না সে আর।
সময়ের মূল্য দিতে হবে তাই।
যে দিল না সময়ের মূল্য তার গতি নাই।
ভাগ্যের দোহাই দিও না তাই।
সময়ের কাজ শেষ কর সময় থাকিতে।
নইলে যাবে পড়ে ফাঁকিতে।
সেই ফাঁকি বয়ে বেড়াতে হবে সারাজীবন তোমাকে।
থাকিতে সময় মূল্য দিও তাহাতে।
সময় যে, থেমে থাকে না কাহারও জন্য।

Related Posts

36 Comments

মন্তব্য করুন