কবিতা | জান্নাতের প্রত্যাশী যুবক

হে যুবক,
হাজির হয়েছি আজ বলতে তোমায় এমন কিছু কথা
কোমল হবে হয়তো কঠিন হৃদয়, সত্য জেনে লাগবে হয়তো ব্যাথা;
হয়তো মিথ্যার আঁধার ছেড়ে জাগবে তুমি, শুনবে রবের আহ্বান;
অশ্লীলতার ঐ পথ ছেড়ে হয়তো মানবে আল-কুরআন।
কত আকাঙ্ক্ষা, কত আশা, কত শঙ্কা-ভয় নিয়ে দাঁড়িয়েছি
সকল প্রশংসা মহান রবের—যাঁর দয়ায় আমি সত্য পেয়েছি।

হে ভাই,
গতকালও তো তোমার সঙ্গী ছিলাম; ছিলাম অশ্লীল পথের যাত্রী।
জাগে না কি মনে প্রশ্ন তোমার, কী লাভে বদলালাম ঐ পথটি?
শোনো,
স্বপ্ন ছিল দুনিয়ায় আমি খ্যাতি অর্জন করব
বাড়ি, গাড়ি, নারী—যা কিছুই চাই, নিজের মতো গড়ব।
শান্তি ছিল না মনে কভু, অস্থিরতায় কাটত দিন
খেলাধূলাতেই মগ্ন থাকতাম, তর্কে ছিলাম জ্ঞানহীন।

জানি না, বুঝি না, তবুও ছাড়ি না; একঘুয়েমি ছিল মন
বাসত না ভালো কেউ আমায়, ঘৃণাই করত সকলজন।
আজ রবের দয়ায় পেয়েছি যখন সত্য-সুখের সন্ধান
ভালো না বাসুক কেউ আমায়, রবের কাছেই কাঁদে প্রাণ।
দুঃখ-বেদনা ও আরাম-আয়েশে আনন্দের থাকে না অন্ত
আল্লাহর কাছে কাঁদতে পারলে হৃদয়টা হয় আরও প্রশান্ত।
কষ্টের মাঝেও সুখ খুঁজে পাই; জানি, দুনিয়ার দুখ অল্প
জান্নাতে বাড়ি বানিয়েছি, যেথায় রাসূলের সাথে করব গল্প!

হে ভাই,
নজরের হেফাজত করলে পরে কত যে ভালো লাগে,
বুঝা যায় তখন কত যে শান্তি দুনিয়ার সুখ ত্যাগে!
এ যৌবন আর কদিন রবে?! বিশ-ত্রিশ বছর!
তারপর চামড়া ঢিলে হয়ে যাবে, বুড়ো হয়ে কাঁপবে থরথর।
ভেবেছ কি?! বাঁচলেও হবে বুড়ো তুমি, মরলে তো ভাই শেষ,
তুমি যাবে ঐ কবরের দেশে, বাড়ি-গাড়ি রবে অবশেষ!

হে ভাই,
আর কতকাল অশ্লীলতায়, আর কতকাল অবাধ্যতায় কাটাবে রাতদিন?
আল্লাহর পথে এসো ওহে ভাই, তাঁর দয়া সীমাহীন।
তিনিই তো মালিক, তিনি গাফফার, তিনি রহিম, রহমান
তাঁর পথেই আছে সুখ-শান্তি, আছে মান-সম্মান।
তাঁকেই ভালোবাস, যদি পেতে চাও সুখের জান্নাত
ছেড়ে ভিন্ন পথ এসো ইসলামে, আর মিলাও হাতে হাত।
চলো গর্জন করে সকলেই বলি, ‘আমরা মুসলমান।
ধন্য মোরা, গর্বিত মোরা, বুকে রয়েছে ঈমান।
সত্য পথের পথিক মোরা জান্নাতের প্রত্যাশী,
মানব না আর, সইব না কভু ইসলামবিদ্বেষী।
শেষে আল্লাহর কাছে ফিরে যাব, তাই আল্লাহকেই ভালোবাসি
রাসূলের পথ ধরেছি মোরা, যেন মৃত্যুকালেও হাসি।”
বিদায়ের বেলায় বলছি তোমায়—

হে যুবক,
এসো আল্লাহর পথে চলি, আল্লাহর কাছে বলি,
“ক্ষমা করে দাও মোরে, হে প্রভু!
আমি অন্যায় করেছি, জুলুম করেছি, তবে ভুলে যাইনি তোমায় কভু।
জানি, তোমাকে ভালোবাসার মাঝেই আছে চির শান্তি-সুখ,
হতভাগা আমি তবুও এতকাল ছিলাম দ্বীনবিমুখ।
আজ এসেছি কাছে হাত তুলে ধরে, তোমাকেই ভালোবাসি
জানি ফেরাবে না মোরে, তুমি গাফফার, ধরেছি তোমার রশি।”

Related Posts

33 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন