কবিতা সংকলনঃ অতৃপ্ত বাসনা

সুপ্রিয় পাঠক আশাকরি সবাই ভাল আছেন।আপনাদের জন্য আমার ক্ষুদ্র এই প্রয়াস ।

১।  আর কি  হবে দেখা
ছোট্ট মনে অতি যতনে
রেখেছি তোমায় আপন করে,
তুমি আমার স্বপ্নের ঘোরে
হানা দিলে অতি গোপনে।।
চোখ বুঝলেই তোমায় দেখি
ভাবি তোমায় দিবা রাতি,
তুমি জ্বালালে প্রেমের বাতি
ভালবাসা নেই কোন রীতি ।।
বিধল বুকে বিষের কাটা
তোমায় হারিয়ে জীবন ফাঁকা,
নিয়তি করল আমায় একা
আর কি আমাদের হবে দেখা।।

২।   আমি তো যোগ্য নই
এত প্রেম তুমি দিওনা আমায়
আমি তো যোগ্য নই,
জীবন ভরে দিয়েছ ভালবাসায়
তাহলে যাতনা কিভাবে সই।
এত ভরসা তুমি করোনা আমায়
আমি তো যোগ্য নই,
হৃদয় ভরিয়ে দিলে কানায় কানায়
হাসি আনন্দ নিয়ে বেচেঁ রই।
এত বিশ্বাস তুমি করোনা আমায়
আমি তো যোগ্য নই,
তোমার নিখুত বিশ্বাসের মর্যাদায়
আমি হারিয়ে গেলাম কই।
এত করুণা তুমি দেখিওনা আমায়
আমি তো যোগ্য নই,
তোমার উচ্ছ্বল প্রেম ছায়া মায়া
আমি কতটা বেসামাল হই।

৩। পরম বাস্তবতা
সত্যবাদীর সত্য কথন
বিপদ ডাকে যখন তখন,
উচিত কিছু বলবে যখন
শত্রু তোমার হবে আপন।।
অভাব যখন ঘরের দোরে
সময় অসময়ে কড়া নাড়ে,
প্রিয় মানুষ থাকে দূরে
ন্যায়-নীতি সব যায় সরে।।
সুখ যখন সঙ্গী হবে
আপন পর খোজ নিবে,
শুভাকাঙ্খী বেড়ে যাবে
ছায়ার মত সবাই রবে।।
বিপদ যখন আসে বেকেঁ
আপনজন সব চলে বাকে,
কাছে থেকেও দূরে থাকে
বন্ধুরা সব পিছু ডাকে।।

৪। সমাধি সাজিও ফুলে ফুলে
ছোট্ট মনে অতি যতনে
রেখেছি তোমায় আপন করে,
তুমি আমায় স্বপ্নের ঘোরে
হানা দিলে অতি আদরে।
চোখ বুঝলেই তোমায় দেখি
ভাবছি আমি দিবা রাত্রি,
তুমি জ্বালালে প্রেমের বাতি
ভালবাসা মানে না রীতি নীতি।
বিধল বুকে বিষের কাটা
তোমায় হারিয়ে জীবন ফাঁকা,
নিয়তি করল আমায় একা
পাবে না আর আমার দেখা।
জীবনের সুর হারিয়ে ফেলে
শেষ সময়ে কেন এলে,
ঢলব যখন মৃত্যুর কোলে
সমাধি সাজিও ফুলে ফুলে।

৫। তোমার আচঁলে
তোমার আচঁলে ঠাই হয়নি বলে
ব্যাথায় হৃদয় হল চূড়,
অশ্রু সিক্ত দু’নয়নে
কেঁদে কেঁদে চলছি অনেক দূর।
তোমার স্মৃতির অবগাহনে
কাটিয়ে দিব সারাটি জীবন,
পারব না আর করতে কাউকে
তোমার মত অতি আপন।
হৃদয় পোড়ে তোমায় হারিয়ে
তীব্র ব্যাথায় ফাটে বুক,
ভালবেসে আমি নিঃস্ব হলাম
হারালাম আমি জীবনের সুখ।

৬।মৃদু শিহরন
বহে দখিনা হাওয়া
মনে জাগে মৃদু শিহরন,
তোমার চোখে তাকালে মনে
জেগে ওঠে প্রেম আস্ফালন।
কোকিল শোনায় সুমধুর সুরে
আবেগ মাখানো সে গীত,
তোমার কন্ঠ কানে আসলেই
বিহ্ববল হই হিতাহিত।
আবেগী মনে  লিখছি বসে
তোমায় নিয়ে গীতিকা,
মনের মাঝে গেঁথে রেখেছি
পড়াবো তোমায় মালিকা।

Related Posts

27 Comments

মন্তব্য করুন