কবিতা সংকলনঃ পড়ন্ত বিকেলে

সুপ্রিয় পাঠক/পাঠিকা আশাকরি সবাই ভাল আছেন।মানুষের জীবনে আবেগ অনুভূতির অন্ত নেই।তাই মনের আবেগ গুলো আপনাদের মাঝে কবিতা আকারে তুলে ধরেছি।

১। ত্যাগ
বন্ধু কেন সুদূরে হারালে বলে
হৃদয়ে বাজে ব্যাথার সুর,
করুণ চোখের চাহনি আমার
বেদনায় হল বিধুর।
সকল বাঁধন ছিন্ন করে 
উদাসী করে আমায়,
ভ্রান্ত পথের পথিক হয়ে
প্রতিনিয়ত শুধু কাদাঁয়।
তোমার বক্ষে ঠাই মেলেনি
তবুও ফিরি বার বার,
হয়তো তোমার কঠিন হৃদয়
গলে যাবে একবার।
তপ্ত বুকে শীতল হাওয়া
বইবে না কি আর,
প্রিয় তোমার বিরহে আমি
ত্যাগ করলাম মায়ার সংসার।

২। স্মৃতিগুলো মুছে দিও
বহুদূর থেকে তোমার জন্য
খুজে এনেছি বসরাই গোলাপ,
হয়ত ভেবেছি তোমার হৃদয়ের
মুছে যাবে সকল পরিতাপ।
তোমার মুখে হাসি ফোটাতে
সাধনায় ছিলাম অবিরাম,
হয়তো দেখলে প্রেমের দেবী
নত শিরে করত প্রণাম।
তবুও তোমার পাষান হৃদয়ে
উদয় হবে না বোধ,
পুড়িয়ে আমায় ভষ্ম করে দিও
মিটিও তোমার ক্রোধ।
দিবস রজনী ফুরোয় না আর
তুমি হীনা ও প্রিয়,
হারিয়ে গেলে জীবনের তরে
স্মৃতিগুলো মুছে দিও।

৩। ভিন্ন রূপে তুমি
কখনো দেখি ঘোমটা মাথায়
বধু বেশে অধীর,
আবার কখনো গৃহিনীর মত
নিত্য কর্মে নিবীর।
কখনো দেখি মায়ের বেশে
স্নেহের দু’বাহু বাড়িয়ে,
আবার কখনো কন্যা রূপে
মায়া মমতায় জড়িয়ে।
বোনের আদরের রাখী বাধঁনে
নারী আরেক চরিত্রের নাম,
বহু গুনে গুনান্বিত তুমি
করি তোমায় প্রণাম।

৪। তোমায় দেখব বলে
হয়ত তোমার প্রতিক্ষায় আমি
কাটিয়ে দিতাম সারাবেলা,
রচনা করতাম তোমার জন্য
অনবদ্য এক গীতিমালা।
চৈত্রের খরতাপ মাথায় নিয়ে
তোমায় এক পলক দেখব বলে,
টের পাইনি কখন সময়
ঐ দিগন্তে পড়েছে হেলে।
এভাবে সময় কেটে গেল ঢের
বয়ে গেছে কত বেলা,
তোমার আশায় আজও আমি
রয়ে গেলাম একেলা।

৫। যদি কাছে ডেকে নাও
ভালবেসে যদি কাছে ডেকে নাও
মুছে দিব দুঃখের স্মৃতি,
আবীর রঙে সাজিয়ে দিব
আগামীর দিন গুলি।
ফুলেল সুভাসে সুরভিত হবে
পৃথিবী হবে রঙিন,
কষ্টগুলো সব দূরে সরে
আসবে সুখের দিন।
পত্রঝরা বৃক্ষের মাঝে
সঞ্চার হবে প্রাণের,
দখিনা হাওয়ার পরশে হৃদয়
জাগরন হবে প্রেমের।
অজানা শিহরন দোলা দেয়
অন্তরের অন্তস্থল থেকে,
যদি কাছে ডেকে নাও আবেগে আমায়
জড়িয়ে নাও তোমার বুকে।

৬। পড়ন্ত বিকেলে দেখেছি তোমায়
পড়ন্ত বিকেলে দেখেছি তোমায়
এলোকেশে বাতায়ন পাশে,
মগ্ন ছিলে প্রকৃতির মাঝে
হারিয়ে গেলে অজানাতে।
এক পলক দেখে তোমায়
বিমুগ্ধ নয়ন ভরে,
হয়ত আমি শুধু তোমায়
খুজেছিলাম অকাতরে।
শিল্পীর তুলির সব রং দিয়ে
একেঁছি তোমার ছবি,
মেনালিসা যেন লজ্জা পেল
যে একেঁছে তোমার প্রতিকৃতি।
সাজ বেলার আবছা আলোয়
মাধবী ছড়ায় আভা,
অপূর্ণ আশা পূর্ণ হয়ে
বাড়াবে কি জীবনের শোভা।

Related Posts

16 Comments

মন্তব্য করুন