করোনাভাইরাস এ আজ রেকর্ড পরিমাণ আক্রান্ত!

আজ করন আক্রান্তের রেকর্ড গড়লো বাংলাদেশ ।
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন

জি হ্যাঁ ঠিকই শুনছেন আজ বাংলাদেশে রেকর্ড যদিও আজকে রেকর্ড পরিমাণ সংখ্যা পরীক্ষা করা হয়েছিল যার পরিমাণ 7208 টি আজ যে পরিমাণ আক্রান্ত হয়েছে তা পূর্বের অন্যান্য দিনের চেয়েও অনেক গুণ বেশি। এ সংখ্যা মনে ভয় ধরিয়ে দেওয়ার মতো । এভাবে চলতে থাকলে তো দিন দিন দেশের স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল থেকে দুর্বলতর হয়ে উঠবে। আজকে আক্রান্তের সংখ্যা 1034 জন । এছাড়া ও আরো 11 জন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে । এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 15691 জন এবং মোট মৃতের সংখ্যা 239 জন । আজকে মোট 252 জন সুস্থ হয়েছে । এই নিয়ে মোট সুস্থ হয়েছেন 2902 জন । আমরা অনেকেই সরকারকে ব্যর্থ হিসেবে গালি দিচ্ছে বলছি যে সরকার করোনার প্রকোপ বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে । কিন্তু বাস্তব কথা তুমি তো শুয়ে পড় না হচ্ছে যে সরকার নয় আমরা নিজেরাই দায়ী এই করণা রোগীর সংখ্যা বৃদ্ধির জন্য । কারণ আমরা যত্রতত্র ঘুরছি পাড়া-মহল্লায় আড্ডা দিচ্ছে সরকারের কোনো নির্দেশনা আমরা মেনে চলছি না , আমরা এটা মনে করছি যে করোনা বড়লোকের রোগ আমাদের কিছু হবে না ! অনেকেই এটা নিশ্চিন্ত হয়ে আছেন যে করণায় মৃত্যুর হার অনেক কম তাই আমাদের । কিন্তু একটু ভেবে দেখুন তো করোনায় মৃত্যুর হার যতই কম হোক না কেন মৃত্যুর মধ্যে আপনার কোন পরিবারের সদস্য নেই তো করি বা আপনার পরিবারের কোনো সদস্য মৃত্যুর কোলে ঢলে পড়বে না তো? সরকার তো আমাদেরকে একেবারে ঘর বন্ধ করে রাখেনি, সরকার শুধু এটা বলছে যে কোন প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না। এই সামান্য কথাটাই আমরা মানতে পারছিনা । আজকে আমরা সরকারের কথা না শুনি অন্তত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা তো শুনতে পারি । কিন্তু না আমাদের মধ্যে কারো ভালোকথা মেনে চলার মত শক্তি কখনো ছিল না কখনো থাকবে না। একটা কথা চিন্তা করুন তো আপনার পরিবারের কোন সদস্যের যদি কিছু হয় তাহলে আপনার কি হবে । আর যদি সেটা হয় আপনারি ভুলের কারণে তাহলে কখনো কারো সামনে মুখ দেখাতে পারবেন বা নিজেকে কক্ষনো ক্ষমা করতে পারবেন ? দেশে কিন্তু উপসর্গ বিহীন রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে । তারা নিজেরাও জানেনা তাদের করোনা হয়েছে। এমন অবস্থায় আপনি যদি অযথা বাইরে বের হন এবং তাদের সংস্পর্শে আসেন তখন কি হবে একবার ভেবে দেখেছেন ? আশা করছি আপনারা একটু হলেও আন্দাজ’করতে পারছেন করোনা ভাইরাস এর ভয়াবহতা। ধন্যবাদ।

Related Posts

18 Comments

মন্তব্য করুন