করোনা ভাইরাসে কারনে দেশের অবস্তা

বিগতো কয়েক মাস ধরে পুরো পিথৃবী থমকে আছে করোনা ভাইরাসের কারোনে, এর ফলে অনেক দেশ আর্থিক সংকটে পরেছে তার পরেও চলতেছে তাদের লগডাউন এর ফলে অনেক জন কর্ম সংস্থাো হারাইতেছে,তার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানো বন্ধ হয়ে গেছে,বাংলাদেশের সরকার জানান যে করোনা ভাইরাসের কারনে সমোস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং আরো যানান জে যদি করোনা ভাইরাস না কমে তাহলে সেপ্টেম্বর মাস থেকে বন্ধ থাকতে পারে স্কুল কলেজ।আরো জানান যে যেগুলো স্কুল কলেজ সরকারি নয় তারা শিক্ষার্থির বেতনের উপর নির্ভদের জানান জে শিক্ষার্থির অভিবাবকের উপর বেশি চাপ প্রয়োগ না করে শিক্ষার্থিদের বেতনের জন্য।আরো যানা গেছে যে শিক্ষাকরা বেতেন পাইনি তাদের বেতন নিয়ে চিন্তা বা হতাস না হয়ে বাড়িতেই থাকুক তাদের বেতন এবং বোনাস সহ সব তাদের মেবাইলে পাঠানো হবে।এবং শিক্ষার্থিদের পরাশুনার খতি না হওয়ার জন্য সরকার টিভিতে ক্লাস চালাচ্ছেন তাই সব ক্লাসের শিক্ষার্থিদের জন্য আলাদা আলাদা সময় নিয়ে ক্লাস চলতেছে।এবং যারা কিন্ডারগার্ডেন স্কুল চালায় তাদের অনেকে অলিগলিতে এই করোনা ভাইসের মধ্যেও কিন্ডারগার্ডেন চালু রাখতেছে ফলে হুমকিতে পরতেশে শিশু কিশর।তাই এই করোনা ভাইরাসেে সবাইকে একসাথে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে প্রধানম।বাংলাদেশ এখন কিছুটা কল-কারখানা চালএ হলেও বেশিরভাগ কলকারখানা বন্ধ হয়ে আছে,কলকারখানার মালিকরা বলতেছে আমরা কনো প্রকার ঝুকি নিতে চাই না তাই কলকারখানা বন্ধরাখছি।তার সাথে সাথে কিছু বড় বড় শপিংমল গুলোও ব্ন্ধ রয়েছে তারাও বলে যে আমরাও কনে ঝুকি নিতে চাই না এবং অন্যকেও ঝুকির দিকে ঠেলিয়ে দিতে চাই না তাই শপিংমল বন্ধ রাখছি।কয়েকদিন পরেই আসতেছে ঈদ তাই তার জন্য সরকার বলেছেন কয়েকদিনের জন্য সব দোকানপাঠ খোলার আদেশ দিয়েছেন কিন্তু সতর্ক হয়ে সআাইকে চলাফেরা করতে হবে। নিজে শতর্ক না হয়ে কেউ অন্যকে শতর্ক করতে পারবে না।

Related Posts

25 Comments

মন্তব্য করুন