কল্পনারাজ্য বনাম বাস্তবতার সত্যতা

প্রত্যেক মানুষ পৃথিবীতে ভালো ভাবে বেঁচে থাকার চেষ্টা করে। চেষ্টা করে নিজের সাধ্যের মধ্যে থেকে তার সকল অব্যক্ত আশা পূরণ করতে। কিন্তু মানুষ কি পারে সত্যিই তার সকল আশা পূরণ করতে? না পারে না, সত্যিই পারে না। সকলের সব আশা কখনোই পূরণ হয় না। কারণ মানুষ কখনোই অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না। তাই সকল অব্যক্ত আশার পাওয়া না পাওয়ার হিসেব মিলেতে একসময় মানুষটি পৃথিবী ছেড়ে চলে যায়।              ভালো থাকতে কে না চায়? ভালো থাকার জন্যই মানুষের নিরন্তন চেষ্টা সেই যুগের পর যুগ। মানুষ কখনোই তার যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। সবসময় মানুষ কল্পনা করে কিছু পাবার আশায়। মানুষের যা কিছু আছে তা নিয়ে মানুষ কখনোই ভাবে না। ভাবে সেই সকল জিনিসের কথা যে সকল জিনিস তার কাছে নেই। আজের মধ্যেই সন্তুষ্ট থাকুন না। কাল নিয়ে ভেবে নিজের সুখ কেন হারিয়ে নিচ্ছেন? তার মধ্যেই কি আদো কিছু নিহত আছে?                                    আমরা কখনোই আমাদের কাছের মানুষগুলোকে গুরুত্ব দেই না। বরং সেই সকল মানুষদের পিছনে সময় নষ্ট করি যারা কোন না কোন এক সময় আমাদের ছেড়ে চলে যায়।কখনো কি ভেবে দেখেছেন?  আপনি আমি সেই মোহের প্রতি সবসময় নিজেদের নিবেদিত করে রাখি যা কোনদিন হয়তো আমাদের ছিল ।আমি  আমার কথাই না হয় বলি। যখন আমার মন খারাপ হয় আমি যেখানে থাকি না কেন যদি আমার কান্না পায় যে মানুষটা আমাকে সবার আগে কল দেয় তারা হলেন আমার বাবা মা। মাঝে মাঝে জানেন আমি নিজেই অবাক হয়ে যাই এই ভেবে কিভাবে তারা খবর পায়? তাদের কথা শোনার পর মনে হয় মনের সকল কষ্ট কোথাও দূর হয়ে যায়।                তাই কল্পনারাজ্য থেকে বের হবার আগে নিজের গ্রহণযোগ্যতা বিবেচনা করুন। বিবেচনা করুন যে মানুষটাকে নিয়ে আপনি কল্পনারাজ্য মেতে আছেন আসলে কি আপনি সেই মানুষটির জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আদো কি তা জীবনে আপনার কোন ধরনের অস্তিত্ব আছে?  কারণ বাস্তবতা বড়ই কঠিন। সময় থাকতে ফিরে আশার চেষ্টা করুন। কারণ যদি বেশি কল্পনা করবেন ততই বেশি কষ্ট পাবেন। সময় এখন হয়তো আপনার সাথে আছে কিন্তু যখন আপনাকে ছেড়ে একা চলে যাবে তখন বুঝবেন জীবন কতটা কঠিন। একসময় ভেঙে থাকা প্রিয় খেলনাটাও আপনার সাথে নেই এখন। তাই বলে কি এখনো সেই খেলনাটির জন্য খারাপ লাগে? নিশ্চয়ই না। তাহলে কেন শুধু কল্পনায় আকড়ে ধরে বেঁচে থাকবেন।কার জন্য নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন। যেই সকল মানুষদের কথা কেন ভাববেন সেই সকল মানুষজন এর জন্য আপনি গুরুত্বহীন একজন। তাই ভালোবাসুন প্রিয় মানুষদের।সময় থাকতে সময় কাটান প্রিয় মানুষদের সাথে। পরিবারকে সময় দিন।বাবা মাকে সময় দিন। ভালো মানুষ হয়ে উঠুন।

Related Posts

8 Comments

মন্তব্য করুন