কাজ করুন বিশ্বস্ত পিটিসি সাইটে, ইনকাম করুন 100%

আসসালামুয়ালাইকুম সবাইকে।

কেমন আছেন সবাই? আশা করি ভাল।

আজকে একটি বিশ্বস্ত আরনিং ওয়েবসাইট সম্পর্কে বলবো,যেখান থেকে আমি নিজে পেমেন্ট পেয়েছি।

আমি অনেক খুজাখুজির পর একটি বিশ্বস্ত পিটিসি সাইট পেয়েছি। এর মাধ্যমে পেমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ।

আজকে এই সাইট সম্পর্কে আপনাদেরকে বলব।
সাইটটির লিংক আমি দিয়ে দিচ্ছি।
সাইট লিংক: http://ptcbd.xyz/?ref=Taskin03

 

এ লিংকে ক্লিক করে আপনি সাইটটিতে প্রবেশ করবেন। তারপর ভিতরে রেজিস্ট্রেশন ফরম দেখতে পাবেন।
সেখানে আপনি আপনার পুরো নাম লিখবেন।
তারপরে আপনার ইমেইল এড্রেস টা লিখবেন।
তারপর নিচে পুনরায় আপনার ই-মেইল এড্রেসটি লিখবেন।

আপনার একটি ইউজারনেম দিবেন।
নাম এবং সংখ্যা মিলিয়ে দিবেন। যেমন: (taskin03) ।
তারপর একদিন মনের মত পাসওয়ার্ড দিবেন, এবং পাসওয়ার্ডটি দ্বিতীয় লাইনে লিখে কনফ্রাম করবেন।

তার নিচে একটি বক্স দেখতে পাবেন ,
সেই বক্সে ক্লিক করবেন।
তারপর আপনার ইমেইলে একটি মেইল যাবে।
সেই মেইলে ক্লিক করে আপনি একাউন্ট এক্টিভ করে নিবেন।

তারপর যথারীতি একাউন্টে লগইন করবেন।

তারপর আপনার কাজ শুরু।

এখানে মূলত এড দেখে ইনকাম করা যায়।

এছাড়াও সার্ভে করা যায়।
লাকি গ্রিড এ ক্লিক করা যায়।
বর্তমানে নতুন কিছু ফিচার যুক্ত হয়েছে , বিজ্ঞাপনের সংখ্যা বাড়ানো হয়েছে।

এটি একটি পিটিসি সাইট, তাই এখানে বেশি ইনকামের কথা ভাবা যায় না।

সত্যি কথা বলতে, আপনি এখানে রেগুলার ৪ থেকে ৫ টাকা ইনকাম করতে পারবেন।

বেশি বেশি রেফার করলে আরও বেশি ইনকাম করা যাবে।

রেফার ছাড়াই ৪/৫ টাকা কামানো অনেক সহজ।

আর বেশি ইনকাম এর সাইট গুলো বেশিরভাগই ফেক হয়ে থাকে।

তাই অল্প টাকা ইনকাম হলেও যাতে ফেক সাইটের পাল্লায় না পড়েন সেটাই আমি চাই।

এই সাইটে টাকা উঠানো ও অনেক সহজ।

এখানে আপনি বিকাশ ,রকেট ,নগদ ও রিচার্জের মাধ্যমে টাকা নিতে পারবেন।

 

আর বিদেশী কর্মচারীদের জন্য কয়েনবেস ,বিটকয়েন ,পেয়ার এসব ব্যবস্থাও রয়েছে।

এখানে মাত্র আপনি ০.১৩$ বা ১০ টাকা হলেই রিচার্জের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

বিকাশ ,রকেট ও নগদের জন্য আপনার একাউন্টে ৫৫ টাকা থাকতে হবে।

না হলে পেমেন্ট রিকোয়েস্ট এপ্রুভ করা হবে না।

আপনাকে মাসের এক থেকে তিন তারিখের মধ্যে পেমেন্ট করে দেওয়া হবে।

আশা করি সবাই বুঝতে পেরেছেন।

পরবর্তী পোস্টে আরো কিছু ইনকাম সাইট এর কথা বলব।
সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।।

Related Posts