Cheap price backlink from grathor: info@grathor.com

কিভাবে টেলিগ্রাম একাউন্ট করবেন করবেন মোবাইল দিয়ে।

আসসালামুয়ালাইকুম  বন্ধুরা,আশা করি আপ্নারা অনেক ভালো আছেন।
বন্ধুরা আমরা একে অপরের সাথে যোগা্যোগ  করতে পছন্দ করি।
আজ আমি এমন একটি মাধ্যম দেখাব যার মাধ্যমে আপ্নারা আপনাদের মোবাইল  দিয়ে সহজে যোগা্যোগ করতে পারবেন।
তো আর কথা না বলে আজকের  পোষ্টটা  শুরু করা যাক।
কিভাবে একটি টেলিগ্রাম একাউন্ট  করা যায় মোবাইল  দিয়ে।
টেলিগ্রাম একাউন্ট খোলার জন্য আপনাকে প্রথম একটি এপ্লিকেশন ডাউনলোড  করতে হবে।
কিভাবে আপনি এপ্লিকেশন টি ডাউনলোড  করবেন তা আমি বলে দিচ্ছি।
প্রথমে আপ্নারা আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন টা ওপেন করবেন।ওপেন করার পর গুগোল  প্লেস্টোরে  আসবেন।  আসার পর  search  box  এ Telligram লিখে search করবেন আপনার সামনে প্রথম যে এপ্লিকেশন আসবে সেটি ইন্সটল  করে নিবেন। ইন্সটল  হয়ে গেলে ওপেন দিয়ে এপ্সের ভিতরে ঢুকবেন। এবার আপনার নিজের নাম  দিবেন।  দেওয়ার পর আপনার নিজের একটি মোবাইল নাম্বার দেবেন।  এই মোবাইলে একটি চার সংখ্যার  অথবা ছয় সংখ্যার  ভেরিফিকেশন  কোড আসবে আপনি ভেরিফিকেশন কোড দিয়ে ভেরফাই  করে নিবেন।আপনার মোটামুটি একাউন্ট খোলার কাজ শেষ। এবার আপনার প্রোফাইল  টা কাস্টমাইজড  করতে হবে। কাস্টমাইজড  করার জন্য। আপনি আপনার মোবাইলের বাম দিকে থ্রি ডট আইকন দেখতে পারবেন। এবার আপ্নার প্রোফাইল  দেখতে পারবেন প্রোফাইল এ আপনার একটি ছবি আপ্লোড  করুন।এবার নিচের  দিকে আসুন। এবার আপনার একটি ইউজার  নাম সেট করুন।এবং সেভ আইকনে ক্লিক করে সেভ  করুন। এবার search box আপনার বন্ধুদের নাম search করে এড করতে পারেন।
এবং যোগা্যোগ  করতে পারেন খুব সহজে। আর আপ্নারা সবাই জানেন যে টেলিগ্রাম বট থেকে বিভিন্ন  টোকেনের মাধ্যমে  টাকা আয় করা যায়। আর কোন এপের এডমিন যদি থেকে  থাকে টেলিগ্রামে পাবেন।
এই ছিল আজকের পোষ্ট, পোষ্টটি  যদি আপানার কাছে ভালো লেগে  থাকে তাহলে আপনার বন্ধদের  সাথে শেয়ার  করতে পারেন।
ধন্যবাদ সব বন্ধুদের।

Related Posts

4 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No