কীভাবে জীবন সুন্দর করবে?

আসসালামু আলাইকুম!  জীবন মানুষের একটি মহা মূল্যবান সম্পদ ,এই সম্পদ যদি একবার হারিয়ে ,তা কখনো ফিরে পাওয়া সম্ভব নয়, কারণ মানুষের জীবন একটাই।

হে আমার বন্ধুরা, জীবনের আরেকটি নাম হলো,সময় আপনার জীনব থেকে একটি মিনিট চলে যাওয়া মানি, আপনার জীবনের কিছু অংশ চলে গেলো।

তো জীবনকে সুন্দর করতে হলে, আপনার সময়কে কাজে গালগাতে হবে, তার বিকল্প কোন পথ নেই ।

যাদের জীবন সুন্দর,তাদের জীবনীী পড়ে দেখুন, তারা তাদের সময়কে কত মূল্যবান মনে করেছে। আমাদের পূর্ব পুরুষদের থেকে যারা বড় হয়েছে, তারা কেউ জীবন সুন্দর করার জন্য ঘর-বাড়ি,ছেলে-মেয়ে, মা-বাবাকে ছেড়ে বহু দূর পথ পারি দিয়েছে, জীবনের মায়া করেনি, সম্পদের মায়ায় পরেনি, তাদের একটাই লক্ষ্য ছিলো কীভাবে নিজের জীবনটাকে সুন্দর করা যায়।

তো বন্ধুগন ,আমরা মনে করি ,জীবন সুন্দর করা মানি, সুন্দুরী একটা মেয়েকে বিয়ে করা ,বড় একটা বাড়ির মালিক হওয়া ,দামী একটা গাড়ির কিনতে পারা ,বড় ক্ষমতা অর্জন করা, অনেকে বেশি শক্তিশালী হওয়া ? না না না।

আমরা আজ সাফল্য কাকে বলে সেটাও জানি না, তাহলে আমরা কীভাবে আমাদের জীবন সুন্দর করবো?

হে আমার ভাই ও আদরের বোনেরা, জীবন যদি সুন্দর করতে চান ,কোরআন হাদীস ছাড়া বিকল্প কোন পথ নেই ।আপনার জীবন যদি সুন্দর করতে হয়, তাহলে আপনাকে আপনার জীবনকে কোরআন হাদীস অনুযায়ী চালাতে হবে ।

আল্লাহ তায়ালা যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, তাহলে আপনার জীবন সুন্দর হয়েগেছে ।

তো এখন আপনাকে জানতে হবে কীভাবে আপনি আল্লাহ তায়ালা কে খুশি করবেন, আল্লাহ তায়ালা কে খুশি করতে হলে ,আল্লাহ তায়ালা, আপনাকে যেই বিধান দিয়েছে ,তা আপনাকে মানতে হবে।

আল্লাহ তায়ালা কে খুশি করতে হলে, রাসুলুল্লাহ সাঃ কে ভালো বাসতে হবে ,রাসুলুল্লাহ সাঃ এর ভালো বাসা আপনার অন্তরে রুপন করতে হবে ।

আপনি যদি দুনিয়ায় এসে সব কিছু পেয়েছেন কিন্তু আল্লাহ তায়ালা কে পাননি ,তাহলে আপনি কিছুই পাননি।

আর যদি আপনি কিছুই পাননি ,কিন্তু শুধু আল্লাহ তায়ালা কে পেয়েছেন তাহলে আপনি সব কিছু পেয়েছেন ।

তো আপনার জীবন সুন্দর করতে হলে, আপনি আল্লাহ তায়ালা কে পাইতে হবে ।

আপনি যদি আল্লাহ তায়ালা কে না পেয়ে ,বলেন আমি সাফল্য অর্জন করেছি, তাহলে আপনি ,ভুল বলেছেন।

আমি আবারো বলছি আল্লাহ তায়ালাকে না পাওয়া ব্যতীত জীবন সুন্দর করা যাবে না,  না না না ।

আপনার জীবন যদি সুন্দর করতে হয় ,আপনাকে কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে ।ওলামায়ে কেরামদের সাথে চলতে হবে ।

নামজ পরতে হবে ।

রোজা রাখতে হবে।

সামর্ত থাকলে হজ্ব যাকাত ,আদায় করতে হবে।

দেখবেন আপনি আপনার জীবনে সুখ খুজে পেয়েছেন ,।

আল্লাহ তায়ালা আপনার জীবনকে সুন্দর করুক !,আমিন!

 

 

Related Posts

7 Comments

মন্তব্য করুন