কীভাবে মনের ব্যথা দূর করবেন?

আসসালামু আলাইকুম! ব্যথা এমন একটা শব্দ, যেই শব্দটা শুনার সাথে সাথে  মনটা কেপে উঠে।

আসলে ব্যথা যে,  কতটা কঠিন যে কখনো ব্যথায় নিপতিত হয়নি সে কখনো বলতে পারবে না, ব্যথা কতটা কঠিন। মনে হয় এমন মানুষ  নাই যার নাকী ব্যথা নাই।

দুনিয়ায় বসবাস করে, তারপর সে বলে আমি কখনো ব্যথায় নিপতিত হইনি, তাহলে বুঝতে হবে সে মিথ্যা বলেছে।

ব্যথা সকলের অন্তরে আছে,  অতএব এই নশ্বর পৃথিবীতে যারা বসবাস করে, প্রত্যেকের অন্তরে কিছু  না কিছু  ব্যথা আছে।

ব্যথা নাই  শুধু  জান্নাতে,

শান্তি  নাই  শুধু  জাহান্নামে।

দুনিয়ায় সকলের অন্তরে কষ্ট আছে, কিন্তু সকলের কষ্টের কারণ  এক নয়, কষ্টের কারণ  ভিন্ন  হয়,।

কারো মনে কষ্ট  তার বন্ধু  তাকে ছেড়ে চলে গেছে।

কারো বাবা মা, চিরকালের জন্য  চলে গেছে , আর আসবে  না ফিরে।

কেউ ব্যবসায় মা-ইর খেয়েছে। 

কেউ তার কাজে সফল হচ্ছে না তাই।

শুনো হে আমার ভাই,

কষ্ট তো হবেই, গন্দের জায়গায় যেমন সুগ্রানের আসা করা যায় না ঠিক তেমনি কষ্টের  যায়গায় সুখের আশা করা যায় না। দুনিয়ায়  এটা কষ্টের যায়গায়, আল্লাহ  তায়ালা মানুষকে এ-ই নশ্বর পৃথিবীতে পাঠিয়েছে, পরিক্ষা করার জন্য , তো বন্ধুগন পরিক্ষার হল তো, ভালো ছাত্র ছাত্রী  সুখের ঘর মনে করে না।

তবে হা,,

সকাল বেলায় যেমন পূর্ব আকাশটা লাল হয়ে সারা পৃথিবীর মানুষকে  বুঝিয়ে দেয়, সূর্য আসতেছে, ঠিক তেমনি মাঝে  মাঝে  কষ্ট এসে বুঝিয়ে দেয় সুখ আসিতেছে,

তো আমার ভাইয়েরা, তারপরে ও আমাদের কে আল্লাহ তায়ালা, দুঃখ কষ্ট  দিয়ে  পরিক্ষা করে থাকে, আমরা যদি এই পরিক্ষায় ভালে রেজাল্ট করতে পারি, তাহলে আর আমাদের সুখ এর জন্য কাঁদতে হবে,  কেনো জানো।

যার জন্য  রাজা হ’য়ে  যায় তার যেমন কোন চিন্তা  থাকে না ঠিক তেমনি যার জন্য  আল্লাহ তায়ালা হয়ে যায় তাঁর ও কোন চিন্তা  থাকে না,

যার জন্য আল্লাহ তায়ালা হয়ে যায়  তার জন্য  সব কিছু হয়ে যায় ।

তবে বন্ধু  কারো অন্তরে যদি কোন রকম ব্যথা থাকে, তাহলে তার জন্য  আমার একটা আমল হলো সে বেশি বেশি আল্লাহ তায়ালা এর জিকির করবে।

দেখবেন ইনশাআল্লাহ আপনার ব্যথা ভালে হয়ে গেছে।

 

 

Related Posts

12 Comments

মন্তব্য করুন