আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।প্রত্যহ আমি আমার আইডি থেকে নতুন নতুন ব্লগ নিয়ে আসছি।ঠিক তেমনি আজও একটি ব্লগ নিয়ে এসেছি।আপনাদের সামনে আজ আমি আমার ব্লগ উপস্থাপন করতে যাচ্ছি।তো আজকে আমি আলোচনা করব কিভাবে নগদ একাউন্ট খুলবেন।বিকাশের মতো এখন নগদও অনেক জনপ্রিয় মোবাইল ব্যাংকিং। কাজেই নগদ একাউন্টে আপনি টাকা লেনদেন করতে পারবেন। কাজেই দেরী না করে চলুন শুরু করি কিভাবে একটি নগদ একাউন্ট খোলা যায়।তাহলে চলুন শুরু করা যাকঃ
নগদ একাউন্ট খুলতে যা দরকারঃ
১/একটি স্মার্টফোন।
২/একটি মোবাইল সিম।
৩/ইন্টারনেট কানেকশন।
৪/নিজের ন্যাশনাল আইডি কার্ড।
প্রথমেই আপনাকে প্লে স্টোরে Nogod লিখে সার্চ দিয়ে Nogod এপটি ডাউনলোড করে নিতে হবে।তারপর এপটি ইন্সটল করে উপেন করে নিবেন।উপেন করার পর আপনাকে লগ ইন করতে হবে।এক্ষেত্রে নিচে দেখবেন Register অপশনে ক্লিক করতে হবে।
তারপর আপনার ফোন নম্বরটি দিয়ে দিবেন।তারপর মোবাইল অপারেটর সিলেকট করে নিবেন।আপনি যে ব্যান্ডের সিম ইউজ করবেন তার নামটি সিলেকট করে নিবেন আর কি।অবশ্যই ফোন নম্বরটি মোবাইলে লাগানো থাকতে হবে।
তারপর আপনাকে ন্যাশনাল আইডি কার্ড এর ছবি তুলতে বলবে।নিচের চিত্রে ১ম টায় আইডির ১ম পৃষ্টার ছবি ২য় টাতে ২ য় পৃষ্টার ছবি ক্যামেরা দিয়ে স্পষ্ট করে তুলে দিতে হবে ।ক্যামেরা দিয়ে যেন স্পষ্ট ছবি ঊঠে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর অটোমেটিক স্ক্যানার দিয়ে ন্যাশনাল আইডি কার্ডের তথ্যগুলা আপনার প্রোফাইল ইনফরমেশন ফিল আপ হয়ে যাবে।এরপরও আপনাকে অবশ্যই ইনফরমেশন গুলো চেক করে নিতে হবে। তারপর আপনার প্রোফাইলের জন্য আপনার ফটো দিতে হবে।তারপর সবকিছু ঠিক ঠাক থাকলে একাঊন্ট রেজিষ্ট্রেশন কম্পলিট।এবার আপনাকে *১৬৭# ডায়াল করে মাই একাউন্টে গিয়ে ৪ ডিজিটের পিন সেটাপ করে দিতে হবে।তারপর *১৬৭# ডায়াল করে আপনি টাকা লেনদেন ও মোবাইল রিচার্জ করতে পারবেন।একদম সিম্পল। একাউন্ট খোলা হয়ে গেলেই ২৪ ঘন্টা পর ২৫৳ বোনাস পাবেন।তো আজ এতটুকুই।নগদ একাউন্টে আপনি ক্যাশ আউটে পাবেন সুযোগ এবং টাকা ছাড়।নগদ একাউন্টে মোবাইল রিচার্জ সিম্পল।এমনকি নদদ বিকাশের মতোই জনপ্রিয় মোবাইল ব্যাংকিং কার্যক্রম।যা পোস্ট অফিসের অন্তর্ভুক্ত। কাজেই যেভাবে বলছি সেভাবে করলেই একাউন্ট করলেই চলবে।
অবশ্যই পড়বেনঃ
#অনালাইন আয়ের বাংলাদেশি বেস্ট সাইট।Grathor.com
#দ্রুত গতিতে ফোন চার্জ করুন।Grathor.com
তো আজ এ পর্যন্ত।দেখা হবে অন্য আরেকটি পোস্টে।সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন।আর হ্যা, নিশ্চয়ই করোনা ভাইরাসের ভয়াভহতার ব্যাপারে অবগত আছেন।কাজেই ঘরে থাকুন,সুস্থ থাকুন।সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।খোদা হাফেজ।
ভাইয়া লেখার মান উন্নত হচ্ছে।
Thanks
best bro
good
Okay
thanks all
Okey
Good post
Ami khulbo
❤️