গুগোল ড্রাইভ নামটি বর্তমান সময়ে আমাদের কাছে অতি পরিচিত একটি নাম। ইন্টারনেটের ক্লাউড স্টোরেজ গুলোর মধ্যে গুগোল ড্রাইভ গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়। গুগল ড্রাইভে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যাদি খুব সহজেই সেভ করে রাখতে সক্ষম হই।
আমরা কম্পিউটার এবং মোবাইল উভয় ক্ষেত্রেই গুগোল ড্রাইভ ব্যবহার করতে পারি। এর জন্য আপনি আপনার মোবাইলে অথবা কম্পিউটারের যেকোনো ইন্টারনেট ব্রাউজার দিয়ে drive.google.com ভিজিট করে আপনার গুগোল ড্রাইভ এর মধ্যে প্রবেশ করতে পারেন। এর জন্য আপনার প্রয়োজন একটি জিমেইল অ্যাকাউন্ট।
কিন্তু অনেক সময় আমরা একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি একসঙ্গে আমাদের কম্পিউটার এবং মোবাইলে। যার ফলে গুগল ড্রাইভে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের বেশ খানিকটা ভোগান্তি পোহাতে হয় যখন গুগল ড্রাইভে প্রবেশ করার সময় লেখা দেখায় “Refused to connect” । বেশ কয়েকটি কারণে আমাদের এরূপ সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আপনাদের বলতে চলেছি এরূপ সমস্যার সম্মুখীন হলে আপনাদের করণীয় কি:
ইন্টারনেট ব্রাউজারের ইনকগনিটো মোড চালু করা:
অনেক সময় আমরা গুগল ড্রাইভে প্রবেশ করার সময় যে ড্রাইভ কানেকশন এরর সমস্যার সম্মুখীন হই তো সমাধান করার জন্য আপনি ইনকগনিটো মোড ব্যবহার করতে পারেন যেটি আপনার ব্রাউজারে রয়েছে। এটি আপনাকে তেমনভাবে সুবিধাজনক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম নয়। যদিও এটি আপনার কাজ চালিয়ে নিতে সক্ষম হবে। আপনার গুগোল ড্রাইভ ভিজিট করার পর আপনি যদি হিস্টোরিতে যান তাহলে আপনার কোন প্রকার হিস্টরি ব্রাউজারে দেখাতে সক্ষম হবে না ইনকগনিটো মোড ব্যবহার করার কারণে।
একাধিক জিমেইল অ্যাকাউন্ট লগআউট করুন:
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা আমাদের ইন্টারনেট ব্রাউজার দিয়ে একাধিক জিমেইল একাউন্ট চালিয়ে থাকি। আপনি কোন জিমেইল একাউন্টের গুগোল ড্রাইভ ব্যবহার করতে চলেছেন তা অনেক সময় আপনার ব্রাউজার নির্ধারণ করতে ব্যর্থ হয়। একই সাথে একাধিক গুগল একাউন্টের গুগোল ড্রাইভ বাছাই করতে ব্রাউজার ব্যর্থ হয় বিধায় ড্রাইভ কানেকশন এরর দেখায়। আপনি চাইলে খুব সহজেই আপনার যেই জিমেইল ব্যবহার করে গুগোল ড্রাইভ চালাতে চান সেই জিমেইল টি রেখে দিয়ে বাকি জিমেইল গুলো আপনার ব্রাউজার থেকে লগ আউট করে দিন।
নতুন ইউজার প্রোফাইল তৈরি করা:
যদি আপনি মনে করেন আপনার সবগুলো জিমেইল অ্যাকাউন্ট কোন না কোন কাজে আপনি ব্যবহার করবেন এবং এর পরও এই সমস্যা এড়িয়ে যেতে চান তাহলে আপনার ইন্টারনেট ব্রাউজার এ নতুন আরেকটি ইউজার প্রোফাইল চালু করুন এবং এই প্রোফাইলে আপনি সেই জিমেইল টি ব্যবহার করুন যেই জিমেইল দিয়ে আপনি গুগোল ড্রাইভ সেবা উপভোগ করতে চান।
এতে খুব সহজেই আপনার জিমেইল অ্যাকাউন্ট গুলো কে আপনি নির্দিষ্ট কাজের জন্য নির্বাচন করতে পারবেন এবং ড্রাইভ কানেকশন সমস্যার সমাধান হবে।
আশা করি উপরোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনি গুগল ড্রাইভের ড্রাইভ কানেকশন এরর সমস্যাটির সমাধান করতে পারেন।