একবিংশ শতাব্দীর আলোচিত কর্মক্ষেত্র

বর্তমান যুগ বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ।তথ্য ও প্রযুক্তির উৎকর্ষতার ফলে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে।সেই সাথে মানুষের কাজের ধারায় এসেছে পরিবর্তন। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্র‍যুক্তির সাথে নিজেকে করতে হবে আপডেটেড। কারণ তাহলে একসময় পিছিয়ে পড়তে হবে আপনাকে।

পূর্বে যেখানে মানুষকে অফিসে গিয়ে কাজ করতে হতো বর্তমানে মানুষ ঘরে বসেই অফিসের কাজ করতে পারছে।টেকনোলজিতে এগিয়ে মানুষ এখন নতুন নতুন কাজে আত্ননিয়োগ করছে।প্রযুক্তির উৎকর্ষতার ফলে মানুষ এখন ঘরে বসেই খাবারের অর্ডার করতে পারছে।ঘরে বসেই ক্লাস করতে পারছে। পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে।ঘরে বসেই বাজার করতে পারছে।বর্তমানে মানুষ আউটসোর্সিং করে নিজের ক্যারিয়ার ডেভেলপ করছে শুধুমাত্র নিজের ঘরে বসেই।

তাই এই প্রতিযোগিতার এই যুগে তাল মিলিয়ে চলতে হলে ধ্যাণ দিতে হবে সঠিক ক্যারিয়ার বিবেচনা করার উপর।আজ আপনাকে এমন কিছু প্রতিষ্ঠান এর কথা বলবো যেই সকল প্রতিষ্ঠান একবিংশ শতাব্দীতে নিজের আসনে টিকে থাকবে। নিচে সেই সকল তালিকাসমূহ তুলে ধরা হলোঃ
১.ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং
২.ফার্মেসি
৩.এফএমসিজি
৪.এন্টারটেইনমেন্ট (নেটফ্লিক্স,ইফ্লেক্স ধরণের)
৫.ই-কমার্স সেক্টর
৬.মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং
৭.আউটসোর্সিং
৮.কন্সাল্টেসি
৯.ওয়েল এন্ড গ্যাস
তাই এই সকল খাত আগামী দিনে নিজের আসন পাকাপোক্ত করতে পারবেন।নিজের আসন পাকাপোক্ত করতে হলে তাই আজই ক্যারিয়ার গড়ুন এই সকল খাতে।
এখন আলোচনা করব এমন প্রতিষ্ঠান নিয়ে যেই সকল প্রতিষ্ঠান এই প্রতিযোগিতার যুগে হারিয়ে
যাবার সম্ভাবনা রয়েছে।
১.বই
২.ফার্নিচার
৩.প্রিন্টিং মিডিয়া
৪.কল সেন্টার
৫.রেস্টুরেন্ট
৬.লাক্সেরি প্রোডাক্ট
৭.ট্রেনিং সেন্টার
৮.ইলেল্ট্রনিক্স আইটেম
এই সকল কোম্পানিগুলো খুব অচিরিয়ে পিছিয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি।

এখন তাহলে আলোচনায় আসি কোন কোন প্রতিষ্ঠান প্রতিযোগিতার এই যুগে নিজেদের টিকিয়ে রাখতে সক্ষম হবেন।তাদের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
১.শিক্ষা
২.স্বাস্থ্য
৩.ব্যাংক
৪.উৎপাদন
এখন আলোচনা করা যাক কোন প্রতিষ্ঠানগুলো টিকে থাকবেঃ
১.শিক্ষাঃএকবিংশ শতাব্দীতে শিক্ষায় টিকে শিক্ষাই পারে একটি জাতিকে উন্নতি করতে।তাই যুগে যুগে কালে কালে শিক্ষা ব্যবস্থার এত কদর।
২.স্বাস্থ্যঃযে দেশের স্বাস্থ্য ব্যবস্থা যত শক্তিশালী সেই দেশ তত উন্নত। তাই স্বাস্থ্য ব্যবস্থা টিকে থাকবে যুগের পর যুগ।
৩.উৎপাদনঃ কোন দেশের উৎপাদন ব্যবস্থা তার অর্থনীতির জানান দেয়।তাই উৎপাদন ব্যবস্থা উন্নত করার উপর জোর প্রদান করা জরুরি।
৪.ব্যাংকঃমানুষের লেনদেনের জন্য, অর্থ আদান প্রদান করার জন্য ব্যাংক ব্যবস্থা টিকে থাকবে।

আমার আজকের পোস্টটি দেবার মূল উদ্দেশ্য হলো শুধুমাত্র এই জন্য যেন আপনি যুগের সাথে আপনার চাহিদা অনুযায়ী পছন্দের পেশা গঠন করতে পারেন।ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts

9 Comments

মন্তব্য করুন