বিসমিল্লাহীর রহমানির রহীম
আসসালামু – আলাইকুম, বন্ধুরা।আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের বলব কোন ফোন সবচেয়ে ভালো গেম খেলার জন্য। তো বন্ধুরা বর্তমানে যে ভিডিও গেমটি সবার মাঝে পরিচিত হয়েছে তা হলো
ফ্রি ফায়ার তবে পাবজি গেমনে কোনো অংশে কম নেই। বর্তমানে মার্কেটে যেই ফোন গুল এসেছে সব কয়টির রেম ৩ জিবির উপরে আছে। কম দামের মধ্যমে ভালো গেমার ফোন হচ্ছে Real me. C12,c1৫.c3.c5 ইত্যাদি। তবে আরো বেন্টের ফোন আছে। সেগুলোও ভালো। এই ফোন গুলো দিয়ে আপনি Free Fire অনায়াসেই খেলতে পারবেন তবে Pubg গেমটা একটু সমস্যা হবে।
এছাড়াও থাকছে 4G ইন্টারনেট স্পিট। সারা দেশের গ্রাহকের মাঝে Realme বেপক ভাবে প্রবাব ফেলছে। এমনকি গ্রাহকের মন জয়করে ফেলেছে। হে আর একটা কথা শুধ গেম খেললে হবে না। নিজের ফোনকে ভালোও রাখতে হবে। তার জন্য করনীয়সমূহ নিচে দেওয়া হলো।
১. আপনি আপনার ফোন ফুল চার্জ করবেন।
২. তার পর কিছুক্ষণ রেষ্টে দিবেন, ৫ মিনিট পর টিপা টাপি করবেন।
৪. যখন আপনার ফোন আপনাকে চার্জ দিতে বলবে ঠিক তখনি চার্জে বসিয়ে দিবেন।
৫. অতিরিক্ত ফোন ইউস করবেন না।
৬. ফোন চার্জে দিয়ে টিপবেন না
বন্ধুরা আপনারা যদি উপরের মেনু ফলো করে আপনার স্মার্ট ফোন ব্যবহার করেন তবে আপনার ফোন টিকবে বেশি। আপনি চাইলে আপনার ফোনকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। একজন ইউজার চায় সে তার ফোনকে সব সময় ভালো রাখতে। আপনার ফোন দিয়ে যদি ইন্টারনেট চালান তাহলে অবশ্যই কয়েকদিন পর পর ভাইরাস স্কেন করুন।
তাতে করে আপনার ফোন ভলো থাকবে। যারা অনেক পুরানো ফোন ইউজ করেন, ভাবতেছেন কম দামের মধ্যে একটা ভালো ফোন কিনবো। তারা Realme c12 ফোনটি কিনে নিতে পারেন। যার বাজার মূল্য মাত্র ১০৯৯০/ টাকা। তো বন্ধুরা আমি মনে করি কম দামে এই ফোনটি আপনার জন্য শেরা ফোন।
বন্ধুরা যারা Realme ইউজার তারা কমেন্টে সারা দিন।
সুস্থ থাকুন। ঘরে থাকুন।