“গ্রাথোর” নিয়ে কবিতা (তৃতীয় পর্ব)

সুপ্রিয় পাঠক-পাঠিকা ভাই ও বোনেরা। আপনারা সবাই জানেন  grathor.com হল লাল সবুজের লেখক বৃন্দের এমন সব শ্রেষ্ঠ বাণী বা শ্রেষ্ঠ কলাম  যা ইতিমধ্যে  পাঠকসমাজে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।   এই প্লাটফর্মে জ্ঞান অর্জনের পাশাপাশি সম্মানিত লেখক- লেখিকা, পাঠক- পাঠিকা  সবাই আর্থিকভাবে সম্মানিত হন। অনলাইন ভিত্তিক শ্রেষ্ঠ এই প্লাটফর্মে তাই আর্থিকভাবেও লাভবান হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। তবে মনকে বিকশিত করা একজন লেখকের প্রধান কাজ।

তারই ধারাবাহিকতায় ফিরে এলাম গ্রাথোর নিয়ে লেখা কবিতার তৃতীয় পর্বে। বরাবরের মতো এবারও অনুরোধ থাকবে কবিতা টির তৃতীয় পর্বটি ভালো ভাবে অধ‍্যয়ন করে উপভোগ করার। তাহলে শুরু করা যাক….
কবিতার তৃতীয় পর্বে। বরাবরের মতো এবারও অনুরোধ থাকবে কবিতা টির তৃতীয় পর্বটি ভালো ভাবে অধ‍্যয়ন করে উপভোগ করার। তাহলে শুরু করা যাক….

“গ্রাথোর তুমি আছো বলে আজ, আছে কবিতায় প্রাণ
গ্রাথোর তুমি আছ বলে আজ, খুজে পাই মোর মান”
“মান ও মন বিকশিত হয় গ্রাথোর ডটকমে
এযেন এক শ্রেষ্ঠ অর্জন, বলছে সর্বজনে”
“হাজারো লেখক হাজারো পাঠক  স্বপ্নের জাল বুনে”
চারিদিকে আজ খুজে পাই মান, গ্রাথোরের অবদানে”
“ওগো গ্রাথোর, প্রিয় গ্রাথোর তুমি  মোর কাছে জ্ঞানেরও ভান্ডার
জমিয়ে রেখেছি, গুছিয়ে রেখেছি মনের কথা- সহস্র সঞ্চার “
“জ্ঞান পিপাসু পাঠক -পাঠিকা চোখ রাখে গ্রাথোরে

অর্জিত জ্ঞান, সঞ্চিত জ্ঞান রাঙাইলো এ জগতটারে “
“জীবন আমার ধন‍্য হলো, ধন্য হলো সব মন
গ্রাথোরেই কাছে পাবে মর্যদা, পাবে মান সর্বজন”
“লেখক দেখ  লিখছে হরেক, কত শত ঐ বাস্তবতা
পাঠক দেখ পড়ছে হরেক, নব‍্য লেখকের মনের কথা”
“শুন রে ভাই, শুন রে ভাই গ্রাথোরের অর্জন
অজ্ঞ রয়ো না, মূর্খ থেকোনা জাগাও তোমার মন”
“গ্রাথোর দেবে তৃপ্তি তোমার, তৃপ্ত হবে মন
আর্থিকভাবেও পাবে তুমি, আলস‍্য  থেকে মুক্তিপন”
“গ্রাথোর হলো শ্রেষ্ঠ সাইট সব লেখকের জন্য
লাল সবুজের লেখক ভাইয়েরা হয়েছে শুধু গণ‍্য”

“আসোনা ভাই, আসোনা বোন গ‍্রাথোর ডটকমে
লেখ না ভাই, শেখ না বোন শ্রেষ্ঠ এ প্লাটফর্মে”
“কখনো সুখ কখনো দুখ  করবে মোদের রঙিন
কখনো পাবে নব‍্য জীবন পাবে না লেখার ডাবিং “
“কপিরাইট গৃহীত হবে না,  গৃহীত হবে সব নতুন
এডিটিং পার্টি সাবধান হয়ে যাও ব‍্যান হবে তোমার অ্যাকাউন্ট”

“মন দিয়ে ভাই করো রে কাজ, বিকাশ করো তোমার মনন
দেখবে তুমি, পাবে সফলতা, সফল হবে তোমার জীবন”
“চমক দিয়ে চমকে দিয়েছে  মোর, দিয়েছে কত তৃপ্তি
ভুলে নি ভুলব  না করেছি তাইতো ভক্তি”
“মিথ্যা নয় সত্য সবই করনা এক একাউন্ট
প্রতিটি পোস্টে পাবে তুমি ভাই, পাবে বেশ আ‍্যমাউন্ট”

( চলবে….. সুপ্রিয় পাঠক পাঠিকা ভাই ও বোনেরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী পর্বে। কবিতার প্রতিটি চরণ grathor.com কে পরিচিত করতে আপনাদের সহযোগি হবে। কবিতার কোন চারণ দুইটি আপনাদের মনঃপূত হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই মতামত প্রকাশ করবেন, এই অনুরোধ রেখেই আজ এখানেই বিদায় নিচ্ছি।

সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

আল্লাহ হাফেজ

Related Posts

17 Comments

মন্তব্য করুন