ঘূর্ণিঝড় নিসর্গ আসছে আগামী বুধবার জেনে নিন নিসর্গ কোথায় কোথায় আঘাত হানবে !

পাঠক,

চলুন সরাসরি কথা না বলে চলে যায় কাজের কথায় 2020 সাল আমাদের জন্য যেন একটা অভিশপ্ত একের পর এক দুর্যোগ আসতে চলেছে নানা রকমের দুর্ভিক্ষ তারা নানা রকমের কারণে আমাদের এই দেশটা বা গোটা বিশ্ব তার ভয়ের মধ্যে রয়েছে।।

2020 সালের প্রথম থেকে আমরা নানারকম সমস্যায় জরিয়ে আছি।
এদিকে নানারকম রোগে ভুগছি একের পরে তারপর আবার নানা ধরনের ঝড় এসে আমাদের লন্ডভন্ড করে দিচ্ছে।

গেল কিছুদিন আগে একটি ঝড় এসে আমাদের সারাদেশে প্রায় সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে সেটার নাম হলো আমফান।
খুব ভয়াবহ এবং অনেক ক্ষতি সাধন করেছে দেশের অনেক ঘরবাড়ি নষ্ট করে দিয়েছে এবং দেশে 8 থেকে 15 জনের মতো প্রাণ গেছে এই ঝরের কারণে।

যে ঝড় আসতে চলেছে তার নাম হলো নিসর্গ।
বর্তমানে ভারতের আবহাওয়াবিদরা এটা নিশ্চিত করেছে যে এই ঝড়
সম্পূর্ণ নাকি ভারতের উপর দিয়ে বয়ে যাবে।
অন্য কোথাও আঘাত আনবে না তারা বলেছ আগামী বুধবার গুজরাট ও উত্তর মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ।

নিসগর্ বাংলাদেশে আসার বা বাংলাদেশ কোন রকম ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স নাই।

যদি এইটা বাংলাদেশের দিকে আসে তবে বাংলাদেশের কোন প্রভাব পড়বে না এবং কোন ক্ষতিগ্রস্ত হবে না।

ঝড়ের গতিবেগ টা সম্পন্ন তারা বলতে পারিনি তবে ঝড় আসলে সেটা নির্ধারণ করতে পারবে এটা বলেছে তারা।

সুতরাং আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে কোন রকম গুজব ছড়ানোর কোন মানেই হয়না। আমাদের দেশে কোনো আঘাত আনবে না কোনো ক্ষয়ক্ষতি করবে না সোনা আমরা এটা থেকে সাবধান থাকবো যেন কোন রকম গুজব না ছড়ায়।

ভারতের মুম্বাই শহরে সবথেকে বেশি আঘাত হানবে।

তাই আপনারা গুজব ছড়াবেন না অন্যের গুজব ছড়ানো থেকে বিরত থাকুন আর নিজেকে সচেতন রাখুন আজকের মতো এখানেই শেষ করছি।

অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন

Related Posts

10 Comments

মন্তব্য করুন