চলে যাওয়ার জন্য বেশি কিছু নয়,কিছু মনগড়া অজুহাতই যথেষ্ট।

★আজকাল মন নিয়ে খেলা করা,বিশ্বাসঘাতকতা করা,কথা দিয়ে কথা না রাখা এটা একটা ফ্যাশন হয়ে গেছে।আসলে ভুল মানুষকে ভালোবাসলে তো এমনটা হবেই।

একটা ছেলে যখন একটা মেয়েকে পছন্দ করে,তখন তাকে পাওয়ার জন্য কত কিছুই না করে।মেয়েটাকে পটানোর জন্য খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে, সারাক্ষন ঐ মেয়েটার পিছনেই পরে থাকে।মন ভুলানো হাজারো কথা বলে।তাকে ছাড়া সে বাঁচবে না,সারা জীবন সুখে দুঃখে তার পাশে থাকবে আরো কত কি না বলে।সে আট দশটা ছেলের মতো না,কখনো তাকে ছেড়ে যাবে না।এইভাবে যখন প্রতিনিয়ত মেয়েটাকে বুঝাতে থাকে।তখন একটা সময় মেয়েটা ও ছেলেটার প্রতি দূর্বল হতে শুরু করে।তার মায়ায় পরে যায়,তার ভালোবাসায় পরে যায়।একটা সময় তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে।তাকে কখনোই হারাতে চায় না।পৃথিবীর সব কিছুর বিনিময়ে তাকে কাছে পেতে চায়

ঠিক সেই সময়ই মেয়েটার দূর্বলতার সুযোগ নিয়ে,ছেলেটা তাকে অবহেলা করতে শুরু করে।মেয়েটা কথা বলতে চাইলে ছেলেটা হাজারো ব্যস্ততা দেখিয়ে তাকে দূরে সরিয়ে রাখে।মেয়েটা হাজারো মেসেজ দিলে ও সেটা দেখে ও না দেখার ভান করে থাকে।মেয়েটা দেখা করার কথা বললে হাজার টা কারন দেখিয়ে দেয়।এখানে দোষটা কার?দোষটা মেয়েরই কারন সে ভুল মানুষকে ভালোবেসেছে।ভুল মানুষকে বিশ্বাস করে সবচেয়ে বড় ভুল করেছে।

সম্পর্কের শুরুর দিকে তো এতো ব্যস্ততা ছিলো না।তাহলে আজ কেনো এত ব্যস্ততা।আপনার প্রিয়জনকে যদি আপনি একটু সময়ই দিতে না পারেন,তার খবরই যদি না নিতে পারেন,তাহলে কেমন ভালোবাসছেন আপনি।এটা কি ভালোবাসা ছিলো,নাকি ভালোবাসার নামে অভিনয় ছিলো।সত্যিকারের ভালোবাসা কখনো এমন হতে পারে না।মেয়েটা বিয়ে করার কথা বললে ছেলেটা হাজারটা বাহানা দেখায়।বাবা মা মানবে না,এটা করবে না, সেটা করবে না,আমি তাদের কথা অমান্য করতে পারবো না।আরে আজকে কেনো এইসব কথা বলছেন।যখন মেয়েটার পিছনে সারাক্ষণ ঘুর ঘুর করতেন,মেয়েটাকে ভালোবাসার জন্য হাজারো স্বপ্ন দেখাতেন,তখন আপনার এই কথা গুলো মনে ছিলো না।

কাউকে যদি ভালোবেসে বিয়ে করতে না পারো,তাহলে কেনো ঐ মেয়েটার সাথে মিথ্যা প্রেম করেছিলে।কেনো মেয়েটার জীবন নিয়ে খেলা করলে।প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেক জনকে,এটা কে কি ভালোবাসা বলে?নাকি ভালোবাসার নামে ঐ মেয়েটার জীবন নষ্ট করা বলে।

আজকালকার মানুষ গুলোর প্রেম হলো অনেকটা কাগজের নৌকার মতো,যে গুলো নিজেরাই বানায় আবার নিজেরাই ভাসিয়ে দেয়।চলে যাবার দশটা বাহানা থেকে যাবার একটা কারনকে হার মানায়।ভালোবেসে যদি ভালোবাসার মানুষকে বেঁধে রাখতে না পারেন,তাহলে এমন ভালোবাসার কোনো দরকার নেই।কারন ভালোবাসার নামে কারো জীবন নষ্ট করার কোনো অধিকার আপনার নেই।

Related Posts

16 Comments

মন্তব্য করুন