চা বাগানে বনভোজনের মাধ্যমে আমার এক্সপেরিয়েন্স

  1. হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন।আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নতুন পোস্ট চা বাগানে বনভোজনের মাধ্যমে আমার অভিজ্ঞতা।চলুন দেরি না করে শুরু কারা যাক

১লা জানুয়ারী ২০২০ আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলাম বনভোজন যাব।কিন্তু মুশকিলের বিষয় হল বাজেটের মধ্যে তেমন কোন ভাল পিকনিক স্পট পাচ্ছিলাম না পরে আমার চা বাগানের কথা মনে পড়ল।আমি বন্ধুদের বললাম চা বাগান গেলে কেমন হয়??সবাই বলল যে এটা ত এতক্ষণ আমাদের মাথায় আসল না আসলেই স্পট টা দারুণ।।তারপর সবাই রাজি হল চা বাগান যাওয়ার জন্য।।

আমরা আমাদের খাবার, পানি এবং যা যা গুরুত্বপূর্ণ জিনিস দরকার সব নিয়ে রওনা হলাম।১১ টার সময় পৌছলাম চা বাগানে

চা বাগানের নাম ছিল কোদালা টি স্টেট।এটি ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত হয়ছিল।বাংলাদেশের অর্থনীতিক খাতে যে কয়টি চা বাগান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে তার মধ্যে এটি ৩য়।অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এই চা বাগান।দেখলাম যে শত শত মানুষ এই চা বাগানে কাজ করছে।কাজ করে তারা নিজেরা সমৃদ্ধ হচ্ছে এবং পাশাপাশি দেশের উন্নতি হচ্ছে।

চা বাগানের ঘা ঘেষে বয়ে চলছে কর্ণফুলী নদী।চা বাগানে গাছ গুলো গুল্ম উদ্ভিদের মত শাখা প্রশাখা বিশিষ্ট এবং একই সারিতে সুন্দরভাবে দাড়িয়ে আছে।।যেদিকে তাকাই না কেন শুধু সবুজ আর সবুজ দেখে মনটা জুড়িয়ে গেল। চা বাগানে ছিল কিছু রবার গাছ গাছ গুলোর কস থেকে তৈরি হয় রবার আমি এইটা দেখে অবাক হলাম।একটা গাছের কস থেকে রবার তৈরি হয়।।পরে আমি রবার গুলো ধরে দেখলাম।চা বাগানের এরিয়ার বাহিরে দেখলাম অনেক মানুষের বসবাস
বাংলাদেশের অর্থনীতিক খাতে যে কয়টি চা বাগান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে তার মধ্যে এটি ৩য়।অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এই চা বাগান।দেখলাম যে শত শত মানুষ এই চা বাগানে কাজ করছে।কাজ করে তারা নিজেরা সমৃদ্ধ হচ্ছে এবং পাশাপাশি দেশের উন্নতি হচ্ছে।

চা বাগানের ঘা ঘেষে বয়ে চলছে কর্ণফুলী নদী।চা বাগানে গাছ গুলো গুল্ম উদ্ভিদের মত শাখা প্রশাখা বিশিষ্ট এবং একই সারিতে সুন্দরভাবে দাড়িয়ে আছে।।যেদিকে তাকাই না কেন শুধু সবুজ আর সবুজ দেখে মনটা জুড়িয়ে গেল। চা বাগানে ছিল কিছু রবার গাছ গাছ গুলোর কস থেকে তৈরি হয় রবার আমি এইটা দেখে অবাক হলাম।একটা গাছের কস থেকে রবার তৈরি হয়।।পরে আমি রবার গুলো ধরে দেখলাম।চা বাগানের এরিয়ার বাহিরে দেখলাম অনেক মানুষের বসবাস
বাংলাদেশের অর্থনীতিক খাতে যে কয়টি চা বাগান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে তার মধ্যে এটি ৩য়।অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এই চা বাগান।দেখলাম যে শত শত মানুষ এই চা বাগানে কাজ করছে।কাজ করে তারা নিজেরা সমৃদ্ধ হচ্ছে এবং পাশাপাশি দেশের উন্নতি হচ্ছে।

চা বাগানের ঘা ঘেষে বয়ে চলছে কর্ণফুলী নদী।চা বাগানে গাছ গুলো গুল্ম উদ্ভিদের মত শাখা প্রশাখা বিশিষ্ট এবং একই সারিতে সুন্দরভাবে দাড়িয়ে আছে।।যেদিকে তাকাই না কেন শুধু সবুজ আর সবুজ দেখে মনটা জুড়িয়ে গেল। চা বাগানে ছিল কিছু রবার গাছ গাছ গুলোর কস থেকে তৈরি হয় রবার আমি এইটা দেখে অবাক হলাম।একটা গাছের কস থেকে রবার তৈরি হয়।।পরে আমি রবার গুলো ধরে দেখলাম।চা বাগানের এরিয়ার বাহিরে দেখলাম অনেক মানুষের বসবাস

Related Posts

9 Comments

মন্তব্য করুন