চুল নিয়ে ক্যাপশন

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলেই নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়। চুল নিয়ে ক্যাপশন –

চুল সৌন্দর্যের এক অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয়।তা নারীর মাথার চুল হউক কিংবা কোন পুরুষের মাথার।চুল তাই আজকাল সকলের কাছে অন্যতম এক অধিখ্যাতা এর নাম।একসময় লম্বা চুল থাকলেও হালের পরিক্রমায় মানুষ এখনো লম্বা চুল রাখছে।নানান ধরণের শারীরিক, মানসিক সমস্যার কারণে চুল পড়তে দেখা যায়।তাই লম্বা চুল রাখা এখন প্রায় দুষ্কর। কিন্তু লম্বা চুলের যত্নে মানুষের আগ্রহ কিন্তু বিন্ধুমাত্র কম নয়। তবুও মানুষ অনেক টাকা ব্যয় করে শুধুমাত্র চুল লম্বা করার আশায়।

চুল মানুষকে মুগ্ধ করে গভীরভাবে।তাইতো চুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত কবি সাহিত্যিক যে চুল নিয়ে কাব্যকথা রচনা করেছেন তার অভাব নেই।চুল তার সকলের কাঙ্খিত এবং আরোধ্য বিষয়বস্তু।চুল এর সৌন্দর্য নিয়ে তাই কাব্য,কবিতা কিংবা রচনার অভাব নেই।যুগ যুগ ধরে লম্বা চুলের কদর চলে আসছে।এখনো লম্বা চুল সকলের মুগ্ধতার অন্যতম ক্ষেত্র।

চুল নিয়ে কত্ত রকমের ক্যাপশনের অভাব নেই।নিচে চুল নিয়ে কিছু ক্যাপশন তুলে ধরা হলঃ

#চুল নিয়ে ক্যাপশনঃ
১.বেনির ভাজে আলতো হাওয়া
মুক্ত কেশে মেঘের পালক ছৌঁয়া।

২.চুল উড়ছে মেঘলায়
আমি ডাকছি তোকে, আকাশ বাঁকে।

৩.কালো মেঘের ভেলা ভাসে তোমার চুলে
কি মায়া হরিনী চোখে
লাজুক লাল মিষ্টি হাসি
তোমার গালে।

৪.যেথায় তুই চুলে বাধিস ঝুটি
হেথায় আমার বিষাদ বলে ছুটি।

৫.তোমার খোলা চুলে
যেন এক বিশাল রুপকথা।

৬.খুলে দাও তুমি চুলের বাঁধন
অবাধ্য হয়ে না হয় সে
এই মিষ্টি বাতাসে উড়ুক।

৭.তোমার খোলা চুল
চোখের কাজল।

৮.তুমি অল্প সাজেই ভীষণ দামি
নাই বা হোক হীরের দুল
চোখের কাজল,পায়ের নুপুর
একরাশ থাক খোলা চুল।

৯.শহর তুমি স্নৃতি খোঁজো মন খারাপের ভীড়
ব্যস্ত দিনের রুপকথা সাথে তোমার ইশারা।

ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

8 Comments

মন্তব্য করুন