উপমহাদেশে ক্রিকেটপ্রেমীদের সংখ্যা অবশ্যই অনেক বেশি। সে সম্পর্কে আমরা আমাদের দেশের দিকে তাকালে ধারণা পেতে পারি। আর ক্রিকেটের ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ আমাদের অনেক বেশি। আজ আমরা জানবো ক্রিকেটে এমন 6 জন ব্যাটসম্যান সম্পর্কে যারা ছয় বলে ছয়টি ছয় হাঁকানোর গৌরব অর্জন করেছেন।
সেই সাথে আমরা আরো জানবো কোন দেশের ব্যাটসম্যানের এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড গুলি।
তো চলুন শুরু করা যাক!!
আমরা আমাদের কনটেন্টের সপ্তম স্থানে জায়গা করে দেবো জজ বাটলার কে। ইংল্যান্ডের অন্যতম ব্যাটসম্যান জজ বাটলার 2012 সালে তিনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে এক ওভারে 32 রান করেন।
ওই ওভারে তিনি ৩ টি ছয় মারেন এবং ওই ওভারে দুটি নো বল ছিল। এবং একটি নো বলে তিনি চার হাকান।
তালিকার ষষ্ঠ স্থানে আমরা স্থান দেবো পাকিস্তানের অন্যতম ব্যাটসম্যান শহীদ আফ্রিদিকে। তিনি 2011 সালে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওডিআই ম্যাচে এক ওভারে 32 রান খাতায় যোগ করেন। যেখানে তিনি চারটি ছয় এবং দুটি চার হাকান।
আমরা আমাদের তালিকায় পঞ্চম স্থানে স্থানে নিতে চলেছে নিউজিল্যান্ডের আরেক বিধ্বংসী ব্যাটসম্যান। তিনি 2019 সালে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওডিআই ম্যাচে থিসারা পেরেরা কে 34 রান হাঁকান।
তিনি ওই ওভারে 5 টি ছয় হাঁকান।
তালিকার চতুর্থ স্থানে আমরা স্থান করে দেবো সাউথ আফ্রিকার অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স কে।
তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ওভারে 34 রান খাতায় যোগ করেন। এক্ষেত্রে দুর্ভাগা বলার ছিল জেসন হোল্ডার।
তালিকায় এর পরের স্থানে আমরা স্থান দিতে চাই থিসারা পেরেরা কে। তিনি 2013 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে এক ওভারে 30 রান খাতা যোগ করেন।
তালিকায় আমরা দ্বিতীয় জায়গায় স্থান দিতে চাই ভারতের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান যুবরাজ সিংকে। যিনি ইংল্যান্ডের বিপক্ষে 2011 সালের বিশ্বকাপে এক ওভারে 36 রান হাকান।
তালিকায় আমরা প্রথম স্থান দিতে চাই সাউথ আফ্রিকার অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান জিমি গিভেন্স কে। তিনি সর্বপ্রথম 6 বলে 36 রান হাঁকানোর রেকর্ড অর্জন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
তো চলুন বন্ধুরা আমরা আমাদের এমন 6 জন সেরা ব্যাটসম্যানদের নামের তালিকার মাধ্যমে আমাদের কনটেন্টই শেষ করি।
যারা 6 বলে 36 রান হাঁকিয়েছিলেন:
1. স্যার গারফিল্ড
2. যুবরাজ সিং
3. হার্সেল গিবস
4. এক্সেল হেলস
5. রবি শাস্ত্রী
6. রস হোয়াই টলি
তবে আপনারা হয়তোবা জেনে অবাক হবেন যে আফগানিস্তানের এমন একজন ক্রিকেটার যিনি এ পি এল লিগ 6 বলে 37 রানের একটি ইনিংস খেলেন। তার নাম হযরত উল্লাহ জাজাই।
প্রিয় পাঠক আশা করি আপনাদের আর্টিকেলটি ভালো লেগেছে। যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন এবং আমাদের অন্য পোস্টগুলো পড়তে ভুলবেন না!
ধন্যবাদ…