জানা যাক পৃথিবী ও মহাকর্ষ সম্পর্কে খুঁটিনাটি বিষয়

সবাই নিশ্চয়ই নিউটন ও আপেল পড়ার কাহিনী শুনে থাকবে।কথিত আছে নিউটন একদিন বাগানে বসে চিন্তা করছিলেন। এমন সময় তিনি কাছ থেকে একটি আপেল পড়তে দেখেন। তার মনে প্রশ্ন জাগে আপেলটি মাটিতে কেন নিশ্চয়ই কেউ একে মাটির দিকে টানছে। চিন্তাভাবনা শেষে তিনি এ সিদ্ধান্তে উপনীত হন যে পৃথিবীর সকল বস্তুকে তার নিজের দিকে টানে। আমরা লাভ দিয়ে উপরের দিকে উঠতে চাইলে বেশিদূর উঠতে পারিনা। আবার ভূপৃষ্ঠে ফিরে আসি। গাছের ফল মাটিতে পরে। ক্রিকেট বল কে উপরের দিকে ছুড়ে দিলে মাটিতে পড়ে। এর কারণ কি? কারণ পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে। আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। নিউটন পড়ে আরো নতুন কোনো সিদ্ধান্তে উপনীত হন যে শুধু পৃথিবী নয় এবং বিশ্বের সকল বস্তু কোনাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এ মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে।হ্যাঁ এটা ঠিক যে এ মহাবিশ্বের প্রতিটি বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে আকর্ষণ বল কি সবার ক্ষেত্রে সমান? এ আকর্ষণ বল সবার ক্ষেত্রেই সমান নয়!পৃথিবীর আকর্ষণ এর ফলে পড়ন্ত বস্তুর ত্বরণ হয় তার মান কত এর মান কেন পরিবর্তিত হয়?

এ মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের দুটি বস্তুর একটা যদি পৃথিবী হয় এবং পৃথিবী যদি বস্তুটিকে আকর্ষণ করে তবে তাকে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলে। অর্থাৎ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ এই হলো অভিকর্ষ গাছের ফল মাটিতে পড়বেই ।দলকে উপরের দিকে ছুড়ে দিলেও বলটি মাটিতে এসে পড়বে এখানে পৃথিবী যেমন বল বা ক্রিকেট বল ক আকর্ষণ করে তেমনি এরাও পৃথিবীকে আকর্ষণ করে। পৃথিবী ও মহাকর্ষ সম্পর্কে পৃথিবী অনেক বড়। এর আকর্ষণ বল অনেক বেশি হওয়ায় ফল ও ক্রিকেট বল মাটিতে পড়ে। পৃথিবী এবং অন্য যে কোন বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে সূর্য ও চাঁদের মধ্যে আকর্ষণ তাহলে মহাকর্ষ কিন্তু পৃথিবী এবং আমাদের পড়ালেখাটা এর মধ্যে যে আকর্ষণ তা হল অভিকর্ষ।

Related Posts

11 Comments

মন্তব্য করুন