নতুন বছরে গ্রামীণফোন দিচ্ছে ১.৫ জিবি ফ্রি। এই ওফারটি পোষ্টপেইড এবং প্রিপেইড দুই গ্রাহক নিতে পারবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও অনন্যা জাতির প্রতি ভালোবাসা। জিপিতে নতুন বছরের ওপলোক্ষে ১.৫ জিবি ফ্রি দিচ্ছে, এই ওফার কীভাবে নিবো আসুন জেনে নি।
ওফারটি গ্রহণ করতে পারবেন প্রিপেইড ও পোষ্টপেইড গ্রাহক দুইজনে। আগে জেনে নেয়া ভালো এই ওফারটি সবাই পাবো কিনা, সেজন্য *১২১*৫# ডায়াল করুন অথবা মাইজিপি অ্যাপে চেক করুন। যাদের মাইজিপি অ্যাপ নাই তারা প্রয়োজনে প্লেস্টোর থেকে মাইজিপি অ্যাপটি নামিয়ে নিবেন। মাইজিপি অ্যাপে আপনার সকল স্পেশাল ওফারের বিস্তারিত জানতে পারবেন।
এছাড়া আপনি মিনিট প্যাক ও এসএমএস প্যাক কিনতে পারবেন । আপনি চাইলে আপনার পছন্দ মত আপনার প্যাকেজটি বানিয়ে নিতে পারবের ফ্যাক্সিপ্ল্যানের মাধ্যমে খুব সহজে। জাক অনেক কথা বলে ফেলছি এখন কাজের কথায় আসা যাক।
১.৫ জিবি পেতে হলে আপনার ব্যালেন্সে ৯৯ টাকা থাকতে হবে, এর জন্য আপনাকে ১.৫ জিবি ইন্টারনেট প্যাকেজটি কিনতে হবে। ১.৫ জিবির সাথে ১.৫ জিবি ফ্রি পাবেন যার মেয়াদ থাকবে ৭দিন ।১.৫জিবি প্যাকেজটি কিনতে *5000*799# ডায়াল করুন মোট ৩জিবি ইন্টারনেট পাবেন। শুধু সীমিত সময়ের জন্য
nice post
Darun
Vlo
LOL
Nice
ok
Great
Valo
Paini to
Nice
Nice
জেনে আসুন মুদ্রাস্ফীতি কি এবং কিভাবে হয় নিচের পোস্ট এ?
https://grathor.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/
Ok
oo
ok