আসসালামুআলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। বর্তমান সময়ে আমাদের জন্য যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আর এটি করতে সক্ষম হয়েছে আমাদের ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা গুলো। তাদের মধ্যে অন্যতম একটি যোগাযোগ ব্যবস্থা হল ইমেইল।
মানুষের যোগাযোগের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই তৈরি করা হয়েছে এই ইমেইল। দৈনন্দিন জীবনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এর অন্যতম একটি অতি পরিচিত রূপ হল জিমেইল।
জিমেইল সম্পর্কে জানেনা এরকম মানুষ বর্তমানে খুঁজে পাওয়া খুবই মুশকিল। যাই হোক গুগোল তাদের এই জিমেইলকে প্রতিনিয়ত আরো আকর্ষনীয় এবং গ্রাহকদের নিকট ব্যবহার উপযোগী হিসেবে তুলে ধরছে।
জিমেইল আমরা কম্পিউটার এবং মোবাইল ক্ষেত্রেই ব্যবহার করতে সক্ষম। কম্পিউটারে জিমেইল ব্যবহার করা যতটা স্বাচ্ছন্দপূর্ণ মোবাইলে একসময় ততটা স্বাচ্ছন্দপূর্ণ ছিল না। কিন্তু গুগোল এই বিষয় মাথায় রেখে বর্তমানে কম্পিউটারের মত মোবাইলেও বিভিন্ন প্রকার ফিচার প্রদান করেছে জিমেইলকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য। মোবাইলে প্রদান করা এই ফিচার গুলোর মধ্যে একটি অন্যতম আকর্ষণীয় ফিচার গুলো ইমেইল এর ফরমেট নির্ধারণ করা।
আমরা অনেকেই হয়তো এই বিষয়টি সম্পর্কে এখনো জানিনা। তবে জিমেইল ব্যবহার করেন এখন আপনি খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনার ইমেইলের লেখা টেক্সট গুলোর ফরমেট পরিবর্তন করতে সক্ষম হবেন। কিন্তু আপনি তা কিভাবে করবেন? আসুন তবে জেনে নিই মোবাইল ব্যবহার করে ইমেইলে ফরমেট কিভাবে চেঞ্জ করতে হয়।
ইমেইলে লেখা টেক্সটের ফরমেট চেঞ্জ করার ধাপসমূহ:
১. সর্বপ্রথম আপনার জিমেইল এপে প্রবেশ করুন।
২. অ্যাপ এর নিচে থাকা বামপাশে কম্পোজ অপশনটি বাছাই করুন।
৩. ইমেইল লেখার সময় আপনার ইমেইল এবং যে ইমেইলে আপনি তথ্য প্রেরণ করতে চান সেই ইমেইলটি সরবরাহ করুন।
৪. এরপর আপনার ইমেইল লেখা সম্পন্ন করুন।
৫. ইমেইল লেখার পর আপনি ইমেইল এর যে অংশটুকুর ফরমেট চেঞ্জ করতে চান সেই অংশটিকে মার্ক করুন।
৬. মার্ক করার পর আপনি দেখতে পাবেন উপরে ফরমেট অপশনটি চলে এসেছে। সেটি সিলেক্ট করুন।
৭. সিলেক্ট করার পর আপনি কি বোর্ডের উপরে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন আপনার টেক্সট এডিট করার জন্য।
এই পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার লেখা ইমেইলের টেক্সট বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ইত্যাদিতে রূপান্তর করতে পারবেন। এছাড়া আপনি একটি নির্দিষ্ট অংশ যা প্রেরকের নিকট গুরুত্বসহকারে উপস্থাপন করতে চান সেই অংশটি হাইলাইট করে উপস্থাপন করতে পারবেন। হাইলাইট করার জন্য আপনি আপনার ইচ্ছামত রং পছন্দ করতে পারবেন।
এভাবে আপনি খুব সহজেই আপনার জিমেইল এর ফরমেট পরিবর্তন করতে পারবেন আপনার স্মার্টফোনে জিমেইল ব্যবহার করে।