জীবনকে দেখতে পাই কবিতার ছন্দে

কান্না
মমিন সাগর

বাতাসে বাতাসে আর নিঃশ্বাসে যুক্ত প্রতিটি শিরায়,
অনুভবের চাদরের মিষ্টি উষ্ণতায়,
রাতের শেষ প্রহরের অভিসারে,
লুকিয়ে রেখেছে জীবন থেকে পাওয়া,
সুখের সব অতীত।
আপন করে নিয়েছি তোমারি দেওয়া শ্রেষ্ঠ উপহার,
হাহাকার, যন্ত্রণা, একাকীত্ব আর,
কষ্টের স্মৃতিগুলো কাঁদায় বারবার।
যতই ভাবি, শুধু ভেবেই চলি
কোন ভাষায় অনুভূতিগুলো তোমায় বলি।

শেষমেষ আর কথাগুলো বলা হয়ে ওঠেনা,
তখন নীরবে-নিভৃতে শুধু কাঁদি।
কান্নার সেই দৃশ্য দেখি মনের আয়নায়,
দেখি আয়নার ভিতর অন্য এক আমি, সেখানেও আমি কাঁদি!
কান্নার সীমানা পেরিয়ে যখন আয়নার সামনে দাঁড়িয়ে।
দেখি আয়নার ভিতর সেই পুরনো আমি ,
তখনও আমি কাঁদি
এখনো আমি কাঁদি
মনে হয় পৃথিবীতে আমার জন্ম
শুধু কাঁদার জন্য।
তবুও ভাবি আমি ধন্য
চোখের পানি সেও শুধু অন্যের জন্য। ___________—–

নিঝুম তলায় আলাপ
মমিন সাগর

কত কথা বলতে তুমি,
শোনার ভান করে শুধু, চেয়ে চেয়ে মুচকি হাসলাম আমি।
তুমি হয়তো তা বুঝতে,
হয়তোবা বুঝতে পারতে না।
তোমার খোপায় সাপের মত প্যাঁচানো,
কি যেন থাকত সবসময়?
বড় অদ্ভুত সুন্দর লাগছে তোমায়।
আমি কথা বলার মত সুযোগ টা, বিসর্জন দিয়ে,
শুধু চোখের খিদে মেটাতাম মন ভরে ।
কখনো কখনো উপহার দেবার ভানে,
হাতের ছোঁয়া নিতাম তোমার অগোচরে।
হতে পারে তা তুমি অনুভব করেছিলে,
দমকা বাতাসে চুলগুলো এলোমেলো হত অনেকবার।
আমি ইচ্ছে করে সরিয়ে দিতাম,
আমার আপন দুই হাতে।

বাধা দাওনি তো কখনো,।
তবে একদিন তুমি দিয়েছিলে বাধা,
তোমার বক্তব্যে তাহা পরিষ্কার হল।
পাত্রপক্ষ তোমায় পছন্দ করেছিল সবে,
আসা-যাওয়া কমিয়ে দিলে।
অভিনয়ের মিথ্যে চর্চাটা খুব ভালোই করছিলে,
সবি আমি গেছিলাম ভুলে।
তারপর আর ফিরে আসো নি কখনো,
ভাবের আলাপ করতে।
এখনো নিঝুম তলায় আলাপ চলে,,
শুধু তুমি আর আমি নেই সেখানে,,,,____!

বিষন্নতা
মমিন সাগর

আর কত অপেক্ষা?
ভেঙে যাচ্ছে বাঁধ ধুঁকছে পানি।
মাঠ-ঘাট ফসলি জমি,
সর্বনাশ হবে তাও জানি!
কিছু করার উপায় যেন নেই।
উপায় খুঁজবে কে?
সেজে বিষণ্ন মনে, বিষন্নতায় ছেয়ে ঢেকে গেছে।
কথা হারিয়ে, ব্যথার চাদর জড়িয়ে।
বসে আছি আনমনে।
পশ্চাৎ পানে শুধু চেয়ে, বিরহের গান গেয়ে গেয়ে।
আর কি ভালো লাগে?
কখন নিভে গেছে আলো, নিভে গেছে ল্যাম্পের বাতি।
তবু শূন্য-পানে,
সবার চেয়ে থাকা,
জীবনটা ভরে গেছে
শুধু বিষন্নতা শুধু বিষন্নতা।

সুর
কতটা সুর, তার চেয়ে অনেক দূর
সুখের হাতছানি আর মিছে মায়া
কে বুঝবে? শুনবে সেই অমিও বাণী।
আমি খুব কাছে, তুমি শুধু দেখনি।
কত যুদ্ধ আর কত ত্যাগ
বুকভরা স্বার্থ আর মিথ্যে আবেগ।
পেয়েছো কি তাহারে? নাকি এখনো রয়েছো আঁধারে?
আপন ঘরে খোঁজ তারে
ষ আঁখি মেলে,
এবার কি পেলে? জ্বালাও বাতি
অন্ধকার দূরে ঠেলে, এবার হাসো
প্রাণ খুলে বল কি পেলে?
নিজ ঘরে রচিত কাব্য আর সুর
জুড়ায় প্রাণ এর ক্ষুধা লাগে সুমধুর।
এবার হাসবো প্রাণ খুলে,
সকল দুঃখ ভুলে,
আপন দেশের আপন মানুষ হয়ে,
ধন্য করো দেশ, ধন্য করো জাতি
গন্য করো নিজেকে!!!!!

আজ এই পর্যন্তই অন্য কোনদিন অন্য কোন কবিতা।

Related Posts

20 Comments

মন্তব্য করুন