জীবনে প্রথম বারের মতো রেল ভ্রমন

আমি বাস গাড়িতে অনেক যাতায়াত করিছি । কিন্তু রেল এত কখনো ভ্রমন করিনি বাস ।বাস ভ্রমনের অভিজ্ঞতা আছে। কিন্তু রেল ভ্রমনের অভিজ্ঞতা নেই বা ছিল না। ছোট বেলা থেকেই রেল ভ্রমনের প্রতি একটা অনুভুতি ছিল যে কবে রেল ভ্রমন করতে পারব। সে জন্য অনেক চেষ্টা করতাম কি ভাবে রেল এত উঠবো । আর আমি কখনো রেল নিজের চোখে দেখে ছিলাম না কিন্তু একটা এসময় একটা জায়গায় বেড়াতে গেলাম ।সেখা থেকে অল্প একটু গেলেই দেখতে পেলাম ।দেখি কিছু দূরে রেল টা থাকতেই হর্ন বাজিয়ে দিল এর কারনে সব যাত্রী রেল লাইন এর ধারে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বলে দিল মাইকে যে এই রেল কোথায় যাবে সেই জায়গার নাম বলে দিল ।আর সবাই ব্যাগ হাতে নিয়ে রেল এ ওঠে পরলো । তাঁর পর আরেক বার হর্ন বাজিয়ে চলে গেল।রেল এর ইংরেজি শব্দ ট্রেন ।এটি নিয়ে একটা কবিতা আছে যে টা আমরা ছোট বেলাই পড়িছি ।আর সেই কবিতাটি লেখা হলো ঝক্ ঝক্ ঝক্ ট্রেন চলেছে রাত দুপুরে অই। ট্রেন চলেছে ট্রেন চলেছে , ট্রেনের বাড়ি কই। আর ট্রেন আসার সময় একটি শব্দ হয় সেটা হলো যেমন ঝক্ ঝক্ ঝক্ এই রকম হয়ে থাকে। এক দিন সেই স্বপ্নের রেল ভ্রমনের সুযোগ চলে এলো তখন আমি আর না করলাম না । তখন ছিল আমার মামার বিয়ে ।আর সেই বিয়ে হচ্ছে ঢাকায় সেই বিয়ে উপলক্ষে আমার সপরিবারে রেল এ জাব। সকাল সাড়ে সাতটার ঊর্মি অরুনা করে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিলাম।আর সে সময় রেল এ ওঠার পর রেল ধীরে ধীরে চলতে লাগলো। তখন বললাম আমার বাবা কে বাবা রেল এতো ধিরে চলছে কেন । তখন বাবা বললো রেল থেমে যাওয়ার পর আবার চলতে লাগলে রেল এর গতি কমে যায়। আবার কিছুক্ষণ চলতে লাগলে গতি টি বেড়ে যাবে ।আমি দেখতে থাকি রেল যত দূরে যাচ্ছে শত গতি বেড়ে চলেছে। আর আমরা সারা রাস্তা গল্প করতে ও বিভিন্ন এলাকায় ফসল গুলো দেখে চলেছি কিছুক্ষণ পর আমরা সেখানে পৌঁছে গেলাম। তখন বাবা বললো এখন আমরা ঢাকা রেলওয়ে স্টেশন এ পৌঁছে গেছি ,তখন আমরা সবাই নেমে গেলাম। সেখান থেকে নামার পর দেখি অনেক গুলো অটো দাঁড়িয়ে আছে তখন বাবা গেল অটোর কাছে। সেখানে যায়ে একটা অটো ভারা করে নিয়ে আসলো। তাঁর পর আমরা বিয়ে বাড়ীতে পৌঁছে গেলাম ও কয়েক দিন ধরে বিয়ে খেলাম ।এখন বাড়ি আসার পালা তখন সবাই বাসে করে আসবে বাড়িতে তখন আমি বললাম বাবা আমি আবার রেল এ করে যাব‌। তখন বাবা বললো আচ্ছা তাইলে রেল এ করেই যাওয়া হবে ।তখন সবাই মিলে এক অটো ভারা করে রেলওয়ে স্টেশন গেলাম । সেখানে যায়ে রেলের টিকিট কিনলাম । আর কিছুক্ষণের মধ্যেই রেল চলে আসলো আর আমরা বাসায় চলে আসলাম।

Related Posts

18 Comments

মন্তব্য করুন