জীবনে সাফল্য অর্জন এর জন্য কিছু কথা

হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ

আমি ও ভালো আছি। আজ আমরা জানবো কীভাবে সাফল্য অর্জন করা যায়। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আমরা সবাই চাই সাফ্যল্যর ছোঁয়া পেতে। এবং সাফল্য অর্জন করতে তাইনা কি?কিন্তু কিভাবে সাফল্যের অর্জন করা যায়, তা কি কখনো আপনার ভেবে দেখেছেন?অনেকেই হয়তো এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন না , সাফল্য অর্জন করতে চান, কিন্তু কিভাবে করবেন তা ঠিক জানেন না।অনেকটা সিনেমার মতো যখন আমরা কোনো সিনেমা দেখি তখন নিজেকে হিরো ভাবতে থাকি কিন্তু ২৪ ঘন্টা পরে নিজেকে আবার আমরা জিরো ভাবি, আর কিছুই মনে থাকে না আমাদের। আমরা বাঙালিদের এটাই নিত্যদিনের অভ্যাস।যদি কেউ আমাদের মটিভেশনাল কথা শোনায় এবং সাফল্য অর্জনের রাস্তা বাতলে দেয় তখন নিজের গায়ের ভিতরে শক্তি বা,জোস উঠে যায়, যে সাফল্য অর্জন করেই ফেলবো এবার। কিন্তু দেখা যায় যে কিছুক্ষণ পরে আর কিছুই মনে থাকে না।আমাদের এককান দিয়ে কথা গুলো ডুকে আরেক কান দিয়ে তা আবার বেরিয়ে যায়।আমারা বাঙালিরা কিছু কাজ করতে মোটেই ভুলে যায় না,  যেমন ফেসবুকে ঘুমানোর আগেই নোটিফিকেশন চেক করা, ঘুম থেকে উঠেই আবার নোটিফিকেশন টা চেক করি এটা আমরা কখনও ভুলে যায় না। আমাদের কান দিয়ে,মাথা দিয়ে বেরও হয়না। আবার আমাদের মাঝে অনেকেই আছেন। যাদের প্রতিদিন রাতে একটু মুভি বা গান না শুনলে রাতে কিছুতেই ঘুম আসেনা বা আসতে চাই না, আমাদের যতো খারাপ অভ্যাস গুলো মাথায় মেমোরিতে ভরপুর করে রেখেছি আমরা। এগুলো যদি বাদ দিতে পারি বা

এগুলো মাথা থেকে ডিলিট করে দিতে পারলেই দেখবেন আমাদের লাইফটা একটা অন্য রাস্তায় মোর নিবে, কি বিশ্বাস হচ্ছে না আপনাদের তাইনা। এগুলো ত্যাগ করার জন্য আপনাকে একটা বন্ধুর সাহায্য নিতে হবে।সে বন্ধুটি হলো রুটিন।

আপনার জীবনের সাফল্য অর্জন করার জন্য দুটি রুটিন রাখবেন। আপনার সপ্তাহের ৬দিনের জন্য একটি রুটিন করবেন এবং ছুটির দিনের একটি রুটিন করবেন।এবং যদি মুসলিম হন তাহলে অবশ্যই  আপনার রুটিনে নামাজের টাইম রাখবেন, এই নামাজ আপনাকে অনেক অনেক সাফল্য অর্জনের স্পর্শ পাওয়ার জন্য বড় ভূমিকা পালন করবে। আপনার যদি ডেইলি রুটিন না থাকে আজই দুইটা রুটিন বানিয়ে নিবেন। আর সেটা আপনার পড়ার টেবিলের সামনে রেখে দিবেন।আর একটা ছবি আপনার মোবাইল এর স্কিন এ সেভ করে নিবেন  এতে আপনি যখনই মোবাইল স্কিন অন করবেন তখনই আপনার রুটিন দেখতে পাবেন এবং সেই রুটিন ফলো করার একটা ইচ্ছে চলে আসবে। আপনার মনের মধ্যে যদি নিজের জীবনের সাফল্য অর্জনের জন্য একটু মাথা খাটান, তাহলেই সাফল্যে অর্জন করা খুব একটা কষ্টকর হবে না। আশা করি আপনাদের

জীবনে সাফল্য অর্জন করুন।

Related Posts