জীবন ও জীবনের মানে

আসসালামু আলাইকুম

জীবন যা উপলব্ধি করতে হলে আপনাকে জীবনের মানে জানতে হবে।

জীবনের মানে আসলেই সবাই জানে কিন্তু জীবন চলার পথে অনেক সময় অনেক বাধার সৃষ্টি হয়।কেউ এই বাধা পেরিয়ে সামনে এগিয়ে চলে। কেউ কেউ আবার বাধা পেয়ে থেমে থাকে।কেউ কেউ বাধা পেরোতে ব্যর্থ হয়ে থেমে না থেকে প্রচন্ড চেষ্টা আর পরিশ্রম করে ব্যর্থতার মায়াজাল কেটে নিজের পথ নিজেই সুগম করে মনের আনন্দ নিয়ে সামনে এগিয়ে চলে।

পৃথিবীতে মানুষ চোখের দেখায় যেমন ভিন্ন ভিন্ন রুপ দেখা যায়। তেমনি মনের দিক থেকে,তাদের চিন্তা চেতনার দিক থেকেও ভিন্ন একে অপরের থেকে।

অনেকেই নিজের সফলতা পাওয়ার জন্য অন্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কিন্তু সফলতা অর্জনের পরেই তাই সেই হাতিয়ার ফেলে চলে আসে।

আবার অনেকেই সবাইকে নিয়ে সফল হতে চায়।
যেমন একটা গানের কথায় আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্যে

অনেকে অনেক ভাবে জীবনের মানে খুজতে চায়।
কিন্তু সে নিজেই জানে না জীবনে মানে খোজার চেষ্টা করা বৃথা।
কারণ জীবনের মানে তোমার মন মানসিকতা সাথে আপেক্ষিক গতিতে চলে।যেমন:

আমার এক ভাই। সে সব সময় নেতাদের মতো চলে।বিচার সালিশ করে।যদিও বিচার সালিশ করে ভালো একটা সিদ্ধান্ত নেয়ার মতো যোগ্যতা নাই।মারধোর করে।এসব কথা সবাই যানে।আর সে নেতা এসে বলে বলে সবাইকে জানায় আমি এই মিটিং করলাম, ওই মিটং করলাম। তার কাছে জীবনের মানেই নেতামি করা।এটাই যেন গর্বের কাজ

আর এক ভাই যে কিনা পিচ্ছি আমার থেকে।
প্রেম করে আমাকে এসে বলে ওকে না পেলে জীবনটাই বৃথা।ওকে পেয়ে না খেয়ে গাছের নিচে পড়ে থেকেও নাকি জীবন ধন্য।

আর এক ভাই যে কিনা এস এস সি পাশ করেই বাবার ব্যবসার হাল ধরে কাজে সারা দিন ব্যস্ত সময় পার করছে।

আর এক ভাই
যে কিনা খেলা খেলা করে পুরো ভবিষ্যৎ অন্ধকারেই ডেকে যাচ্ছে তার পরও খেলা ছাড়ছে না।তার প্রমিকা তাকে জীবন নিয়ে সপ্ন দেখাতে গিয়ে নিজের জীবনের স্বপ্ন হারিয়ে ফেলছে।তাকে এক পর্যায়ে তার প্রেমিকা জিজ্ঞেস করেছিল যে তুমি খেলা অথবা আমি এই দুইটার মধ্যে কাকে বেছে নিবা।সে সোজা বলে দিয়েছে আমি তোমাকে ছাড়তে রাজি কিন্তু খেলা ছাড়তে পারব না।এই কথা শোনার পরও তার প্রেমিকা তাকে মন প্রান দিয়ে ভালো বেসেই যাচ্ছে।

এখানে বুঝলাম এই ভাইয়ার জীবনের মানেই হচ্ছে খেলা। আর তার প্রেমিকার জীবনের মানেই হচ্ছে এই খেলোয়াড়কে মন প্রান দিয়ে ভালো বেসেই চলা।

আসলেই জীবনের মানে আপেক্ষিক আপনার মন মানসিকতার সাপেক্ষে।

জীবনের মানে আপেক্ষিক আর জীবনের গতি অবিরাম। যা সময়ের সাথে সামনে এগিয়ে চলে।

তাই এখন সবার ভাবনা
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

ভালো থাকবেন সকলেই।
যদিও আমি ভালো লিখি না

তবু চেষ্টা করলাম।আশা করছি ভালো লাগবে সকলের।

 

Related Posts