জীবন ছায়া (গল্পের অষ্টম পর্ব )

অনিক ফোনটা রেখে, ভাবছে জীবনটা বড় অদ্ভুত, সত্যিকারের গল্প, উপন্যাস এই ছোট জীবনের লিখনি দিয়ে কত শব্দ না ফুটিয়ে তুলে, জীবনে আশা জেগে আবার হারিয়ে যায় এই নদীর স্রোতে, হাজার গল্প লিখার ভাসমান হয়ে যায় তার অপেক্ষার বুকে, আমার নীরব কষ্ট গুলো আমার বুকে বড় অযত্নে, আমি কি আর কাওকে পাবো, যে তার হাত দিয়ে আমার অযত্ন কষ্ট গুলো সাজিয়ে দিবে, আমি কি সুমির মত আর কাউকে এত ভালোবাসতে পারবো, বিশ্বাসের চিঠিতে আজ লিখলাম মনের কত চিঠি, পাবোকি এমন কাউকে, যে পড়বে আমার বড় যত্নে ভালোবাসা দিয়ে লিখা আমার এই চিঠিখানা |

অনিক সুমিকে নিয়ে লিখতে বসেছে তার মনের লিখা সেই গান চিঠিতে লিখা গান :

*সুমি আমার সুমি, আমার অবচেতন মনের ভালোবাসা দিয়ে তুমায় বড় যত্নে  রেখেছি আমি,
*তুমি কি আছ হৃদয়ে আমার, আড়াল করে থাকোনা আবার,
*তুমি আছ তুমি হৃদয়ে আমার, বড় ভালোবাসি বন্ধু আমি শুধু তুমায়,
*আমার শত স্বপ্ননের মাঝে তুমি তুমি করি, তুমি আছ, তুমি নাই এই ভেবে মরি,
*আকাশে আকাশে গল্প মিলাই, হৃদয়ে তোমার প্রেমের জোস্না ভিলায়,
মনে মনে তুমায় নিয়ে হাজার স্বপ্ন সাজায়,
হৃদয়ে থাকো মনেতে থাকো, আমাকে আপন করে না রাখো,
তুমি যে আমার আপন,আমি না বা হয় প্রেমের ছন্দন,
বন্ধু আমার,

আকাশে আকাশে গল্প মিলাই, হৃদয়ে তোমার প্রেমের জোছনা বিলাই,
হাতে হাত রাখোনা, হৃদয়ে হৃদয় তোমার আপন করনা |
বন্ধু আমার তুমি মোর ভালোবাসা,তুমায় নিয়ে বাঁধি আমার হাজার আশা,
আকাশে আকাশে হাজার গল্প মিলাই, হৃদয়ে প্রেমের জোছনা বিলাই |
অনিক লিখার শেষে ভাবছে আমি যদি আজ সুমি সুমনকে এক না করে দিতাম তাহলে হয়তো সুমন আর সুমি আমার মত কষ্ট পেত|কষ্ট গুলো আমার বুকে থাক |

সুমন অনিকের সাথে কথা বলার পরে তার মায়ের সাথে দেখা করে, পরে অনিকের বাসায় যায়,মায়া দরজা খুলে সুমন ভাই তুমি এই সময় কোন সমস্যা হয়েছে আবার সুমন বলে কেন মায়া আমি আসতে পারিনা, মায়া আজ তোমার জন্য আর খালাম্মার জন্য মিষ্টি নিয়ে এসেছি |

মায়া বলে কিসের মিষ্টি সুমন ভাই, মায়া, আজ কলেজের প্রফেসর পদে নিয়োগ দিলাম | সুমন ভাই তুমি বসো আমি তোমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসি, না মায়া আজ আর বসা যাবেনা সুমি আমার জন্য অপেক্ষা করে বসে আছে, তাই আজ আমি চললাম আরেকদিন  সুমিকে নিয়ে এসে তোমার রান্না করা খাবার খেয়ে যাবো |আজ চলি এই বলে সুমন সুমির সাথে দেখা করতে চলে গেলো |

সুমন জানেনা যে, সুমনকে   মনে মনে মায়া অনেক ভালোবাসতো|মায়া কোনোদিন মুখ ফুটে সুমনকে এই কথা বলেনি যে সে সুমনকে ভালোবাসার মানুষ ভেবে তার শত আশা বুনে রেখেছে |

Related Posts

15 Comments

মন্তব্য করুন