জীবন ছায়া (গল্পের তৃতীয় পর্ব )

অনিক সকাল সকাল সুমনের বাড়িতে যায় | সুমনের মা বলে বাবা অনিক তুমি এত সকালে কোনো সমস্যা হয়েছে বাবা | না চাচী কোনো সমস্যা না আমি ত আপনার আরেকটি ছেলে আর ছেলে তার মায়ের কাছে আসতে পারেনা | নারে বাবা ঠিক তা নয় তুমিতো এত সকালে আসোনা |

অনিক বলে চাচী আরো পনেরো বছর আগের কথা যখন সকাল সকাল তোমার এইখানে আসতাম তখন তোমার বানানো সকালের নাস্তা করেই আমি আর সুমন এক সাথে স্কুলে যেতাম |এই দিনগুলো বড় মধুর ছিল |বাবা মারা যাওয়ার পরে সংসারের সব দায়িত্ব কর্তব্য আমাকে নিতে হয় | আমি বিদেশে চলে গেলাম আর সব কিছু কেমন আস্তে আস্তে পাল্টে গেলো | সুমন ঘুম থেকে ওঠে বলে অনিক তুই কখন এসেছিস ভাই | অনিক বলে ভাই সুমন আমি এই একটু আগেই এসেছি তোকে ঘুমাতে দেখে চাচীর সাথে কথা বলছি অনেকদিন চাচীর সাথে প্রানখুলে কথা বলা হয়নি | কিন্তু তুই আর চাচী যেভাবে প্রশ্ন করছিস মনে হয় আর থাকা যাবেনা |

সুমন বলে না ভাই না এবাবে বলিসনা তুই আমার কলিজার বন্ধু |তুই আসবিনা তে কে আসবি বল | অনিক বলে ওঠল আমার হবু বউ | সুমন বলে অনিক কি বলছিস এসব | অনিক বলে হ্যা ঠিক বলেছি কাল তোদের বাসায় কেই এসেছিলো |সুমন বলে না মানে না মানে ও কিছুনা তুই ঘরে চল ঘরে চল তুই |আচ্ছা সুমন কাল যে মেয়েটি এসেছিলো তুই তাকে আগে থেকে চিনিস |কাল অপূর্ব প্রাইভেট পড়তে যাওয়ার সময় আমার সুমিকে তোদের বাড়ি থেকে যেতে থেকেছে আমি ভাবলাম আমি ত এইখানে নিয়ে যায়নি আমি শুধু তোকে সুমির ছবিটা দেখিয়ে ছিলাম |মনে হয় তুই আগে থেকেই সুমিকে চিনিস |

সুমন বলে না মানে সুমির সাথে আমি একই কলেজে পড়তাম ও এসেছিলো আমার কাছ থেকে একটি নোটবুক নিতে |ও আর কি বন্ধু | অনিক বলে আচ্ছা তা বুজলাম  তুই এই কথা ত আমায় আগে বলিসনি যে তুই সুমিকে আগে থেকেই চিন্তিস |সুমন বলে বন্ধু আমি ভেবেছিলাম তোকে এই কথাটা বলবো কিন্তু তেমন একটা গুরুত্ব মনে করেনি তাই বলা হয়নি |অনিক বলে সুমি জানে অনিক সুমনের আর সুমন অনিকের কলিজার বন্ধু |সুমন বলে না ভাই তুই জানিয়েদিস |

সুমনের মা রান্না ঘর থেকে সুমন আর অনিকের সব কথা শুনতে পেলো | আর তিনদিন পরে অনিক ও সুমির গায়ে হলুদ |সুমনের মা সুমনকে বলে আচ্ছা বাবা সুমন আমি অনিকের সাথে একবার কথা বলবো, তোর আর সুমির ব্যাপারে আমি বলবো অনিককে| আমি তোর এই কষ্ট আর দেখতে পারছিনা |কোনো মা সন্তানের কষ্ট দেখতে পারেনা| বাবা তুই দেখিস অনিককে একবার বললে ও কখনো সুমিকে বিয়ে করবেনা |

সুমন বলে না মা অনিক খুব কষ্ট পাবে ও আমাকে আর সুমিকে ভুল বুজবে | দুইদিন পরে অনিক সুমনকে নিয়ে বিয়ের বাজার করতে গেলো এইখানে সবকিছু তোর পছন্দে কিনবো সুমন আমি এতদিন বিদেশে ছিলাম |আমাদের দেশের মেয়েদের কিরকম পছন্দ তা তুই ভালো জানবি আর সুমি তোর ক্লাসমেট ছিল ত বিয়ের কাপড় কসমেটিক ইত্যাদি যা যা দরকার হবে সবকিছু তোর পছন্দ মত কিনবে এটাই চায় আমি |

সুমন বলে ঠিক আছে জনাব বন্ধুর হুকুম তা ত শুনতে হবেই |

Related Posts

9 Comments

মন্তব্য করুন