জীবন ছায়া (গল্পের শেষ পর্ব )

সত্যি বলতে কি, পর্ব শেষ হয়না, পর্ব গুলো আমাদের মাঝে থাকে আমাদের জীবনের ছায়া হয়ে |

মায়া

মায়া ভাবছে আমি কি করে সুমি আপুকে আমার মনের কথা বলবো,সুমন ভাইকে কি এখনি আসতে হলো, আমি বুজতে পারছিনা যে, কিভাবে বলবো আমি সুমন ভাইকে নিয়ে ছোটবেলা থেকেই হাজার স্বপ্ন বেঁধে রেখেছি |
সুমন বলে, কি মায়া তুমি নাস্তা করনা, এত কি ভাবছো, তাড়াতাড়ি নাস্তা কর, খাবার ফেলে এত ভাবতে নাই |
সুমি বলে, মায়া এখন আমাকে বলতে পারো তোমার সব কথা খুলে, আর মায়া তোমাকে ত বলা হয়নি কাল সকালে তুমি আন্টিকে নিয়ে চলে আসবে কাল আমার  গায়ে হলুদ |

এই কথাটি শুনে, মায়া মাথা ঘুরে পরে গেলো, সুমন ভাই আমাকে একটু বাড়ি নিয়ে যাবে|আমার খুব খারাপ লাগছে |
মায়া তুমি কি অসুস্থ, না সুমন ভাই, সুমি আপু আমি ঠিক আছি, আমায় বাড়ি যেতে হবে |
মায়া তুমি ত আমায় কিছু বলবে, বলবেনা এখন|
সুমি আপু আমার কথা গুলো আমার মাঝে থাক, এই কথা গুলো ভালোবাসা দিয়ে ঘেরা বড় কষ্টের কথা তোমাকে আর শুনতে হবেনা |তোমার আর সুমন ভাইয়ের নতুন জীবনের জন্য অনেক শুভ কামনা রইল|
সুমন, মায়া কে নিয়ে বাড়ি চলে গেলো, সুমি ভাবছে মায়া কি বলতে এত সকালে আমার বাড়িতে এসেছে|মনে হয় অনিকের কোনো কথা |
আমি বরং,অনিকে একটা ফোন করি, অনিকে তিনটি কল পরার পর অনিক ফোন ধরেনি|
কিছুক্ষন পর সুমির হোয়াটস্যাপ এ একটা একটা ডকুমেন্ট আসলো|

কিন্তু সুমি অনিকে ফোন দিয়ে মোবাইল রেখে বিয়ের মার্কেট করতে চলে গেছে |
আজ সুমির গায়ে হলুদ, সুমির বাবা অনেক বড় করে সুমি আর সুমনের বিয়ের আয়োজন করেছে |
গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই আসলেই মায়া   আসেনি|সুমি মনে মনে অনেক কষ্ট পাচ্ছে এই ভেবে |মায়াত আমাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু ও আজ এই গায়ে হলুদের অনুষ্ঠানে আসেনি |মায়া কি আমার সাথে কোনো ব্যাপার নিয়ে রাগ করেছে |

সুমি❤ সুমনের বিয়ে:

সুমি সুমনের বিয়ে কিন্তু এই খুশির দিনে আজ তাদের প্রিয় বন্ধু, জীবন ছায়া হয়ে পাশে থাকার ভালোবাসার মানুষ অনিক আজ তাদের পাশে নেই |সুমনের এত খুশির মাঝে যেন, তার বুকে অনিকের না থাকার হাজার দুঃখ বুকে বরফের মত জমে গেছে |
সুমন ভাবছে আমি বরং অনিকে একটা ফোন দেয়|সুমন তার মোবাইল টা দিয়ে ফোন দেয় কিন্তু ফোন বেজে যাওয়ার পরেই অনিক মোবাইল ধরেনাই, সুমনের আরেক বন্ধু ফাহিমকে বলে, ফাহিম তুই তোর সুমি ভাবীর মোবাইলটা নিয়ে আন |
সুমন সুমির মোবাইলের লকটা খুলতেই হোয়াটস্যাপ এ  অনিকের পাঠানো সেই লিখা গুলো ভাসে, সুমন লিখা গুলো পরে, সুমন লিখা গুলো পরে তার চোখের পানি আর ধরে রাখতে পারেনাই|

অনিকের লিখা সুমিকে নিয়ে সেই গান,

*বন্ধু তোমায় আমি কত ভালোবাসি,

*তুমি বন্ধু তুমি আমার হৃদয়য়ের হাসি,

*স্বপ্ন তুমি আমার বন্ধু আমার জোছনা,

*হৃদয়য়ের আড়ালে গন্টি বাজায়,

*মনের মধ্যে তোমায় নিয়ে হাজার স্বপ্ন সাজায়,

মনের মধ্যে তোমায় নিয়ে হাজার স্বপ্ন সাজায়|

*সমস্ত গল্পের নায়কা তুমি, আমার মন মোহনা,

সমস্ত গল্পের নায়কা তুমি, আমার মন মোহনা |

*হৃদয়য়ের ঝরা বাতি আমি বন্ধু আজই তোমার নাকি,

*বলোনা আমায় বলোনা,

বলোনা আমায় বলোনা |

*ভালোবাস কিনা আমায় তুমি বলোনা,

*কেন তুমি আজই আমারে  বুঝলানা,

*কেন তুমি আজই আমারে বুঝলানা |

সুমি আমার এই গান তোমায় নিয়ে লিখা |

আমি থাকবো তোমার আর আমার কলিজার বন্ধু সুমনের মাঝখানে জীবন ছায়া হয়ে |

Related Posts

9 Comments

মন্তব্য করুন