আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন।
টেলিগ্রাম অ্যাপটির সাথে হয়তো আমরা সকলেই পরিচিত।কারণ কারো সাথে চ্যাট এবং কল, ভিডিও কল করার ক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপটির অনেক চাহিদা রয়েছে।এখানে গ্রুপ করে মেসেজ করা সহ, একটি চ্যানেল খুলা যায়।
আপনি হয়তো আজ পর্যন্ত জেনে এসেছেন যে টেলিগ্রাম দিয়ে শুধু চ্যাট করা যায়।কিন্তু আপনি হয়তো এটা জানেন না, একটি টেলিগ্রাম চ্যানেল এর মাধ্যমে আপনি বেকার থেকে উঠে এসে ইনকাম করতে পারবেন।
গত একটি এপিসোডে বেসিকভাবে আপনাদের বলেছিলাম যে কিভাবে মূলত টেলিগ্রাম থেকে ইনকাম করা যায়, কিন্তু এই আর্টিকেলে আপনাদের A-Z বলবো, কিভাবে আপনি প্রথম থেকে টেলিগ্রাম এর মাধ্যমে ইনকাম করবেন।
টেলিগ্রাম অ্যাপ থেকে ইনকাম করার জন্য কি কি প্রয়োজন?
টেলিগ্রাম অ্যাপ থেকে ইনকাম করার জন্য আপনার টেলিগ্রাম চ্যানেল এর জন্য সাবস্ক্রাইবার বা ফলোয়ার বলা যায় যারা আপনার টেলিগ্রাম চ্যানেলে জইন হবে এমন মানুষ চায়। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যদি আপনার গ্রুপে ১০০০ মেম্বার ও থাকে তাহলেও আপনি এটির মাধ্যমে প্রচুর ইনকাম করতে পারবেন। তবে আপনার প্রথমত টার্গেট করতে হবে ৫০০০মেম্বার এড করা।
এখন আসা মেম্বার কথা হতে এড করবেন? মেম্বার এড করার জন্য আপনি আপনার টেলিগ্রাম চ্যানেলে মাঝে মধ্যে ছোট কিছু Giveway বেবস্থা করতে পারেন , এবং বিভিন্ন অফার থাকলে শেয়ার করতে পারেন। এখন আপনি আপনার চ্যানেলের লিংক ফেসবুক সহ, নানান সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। আপনি লিখতে পারেন যে, এই লিংকে গিয়ে সবাই চ্যানেলে জইন করেন এখানে নানান অফার শেয়ার করা হয়।
কিংবা আপনি বিভিন্ন প্রোমোটার এর মাধ্যমে আপনার চ্যানেল প্রমোট করিয়ে মেম্বার বাড়াতে পারেন।
তাহলে এখন আসা যাক কিভাবে টেলিগ্রাম থেকে বেশি ইনকাম করবেন?
১.অ্যাপ প্রমোট করার মাধ্যমে : আপনার যদি একটু টেলিগ্রাম চ্যানেল থাকে এবং সেটিতে যদি বেশি মেম্বার থাকে তাহলে আপনি যে কারো অ্যাপ কে আপনার ওয়েবসাইটে প্রমোট করার মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে প্রচুর পরিমাণে এইভাবে অনেক টেলিগ্রাম চ্যানেলের মালিকরা ইনকাম করছে।
মনে রাখবেন আপনার টেলিগ্রামে যত মেম্বার আপনার ইনকাম তত বেশি।এছাড়া আপনি চাইলে বিভিন্ন অ্যাপ ইন্সটল করিয়ে নেওয়ার বিনিময়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন।
২.নিজের অ্যাপ বানিয়ে: আপনি জানলে অবাক হবেন, বর্তমানে এই পদ্ধতির মাধ্যম প্রচুর মানুষ ইনকাম করে নিচ্ছে, প্রথমত তারা একটি ইনকাম অ্যাপ বানিয়ে ,কিংবা কিনে নিচ্ছে।এরপর তারা সেটির নামে একটি চ্যানেল খুলে, এবং বিভিন্ন অ্যাপ প্রমোটার এর মাধ্যমে তাদের অ্যাপে ক্লিক এর কাজ করিয়ে হাজার হাজার টাকা ইনকাম করে নিচ্ছে অনেক সহজে।পাশাপাশি একটি চ্যানেলে তার মেম্বার ও বাড়ছে।আপনি চাইলে এইভাবে সহজে অ্যাপ বানিয়ে ইনকাম করতে পারবেন।
৩.বিভিন্ন ক্লিক এর কাজ করিয়ে : ব্লগ হোক,কিংবা ইউটিউব,অথবা অন্যান্য ফ্রিল্যান্সিং টাস্ক আপনি চাইলে যেকোনো ক্লিক এর কাজ আপনার টেলিগ্রাম চ্যানেলের মেম্বার দের দ্বারা করিয়ে নিতে পারবেন।এতে করে আপনার প্রচুর ইনকাম হবে।এইক্ষেত্রে আপনি বিভিন্ন ব্লগ কিংবা ইউটিউব চ্যানেল কেও আপনার চ্যানেলের মাধ্যমে প্রমোট করে ইনকাম করতে পারবেন।
৪.Grathor এর মাধ্যমে : এটি একটি উন্মুক্ত ব্লগ সাইট।যেখানে প্রতি রেফার এর জন্য আপনি পেয়ে যাবেন 50 টাকা করে।সুতরাং আপনি আপনার চ্যানেল এর মেম্বার দের দ্বারা রেফার এর মাধ্যমে জন প্রতি 50 টাকা করে ইনকাম করতে পারবেন অনেক সহজেই।
এছাড়াও এফিলিয়েট প্রোগ্রাম এর কথা তো আছেই।তাহলে বুঝতেই পারছেন টেলিগ্রাম চ্যানেল খুলে আপনি কেমন ইনকাম করতে পারবেন।তো শুরু করে দিন আজ থেকেই ইনকাম করা।এই ছিল আজকের এপিসোডে।ভালো থাকবেন সবাই।ধন্যবাদ