ঢাকা হতে সিলেট রুটের ট্রেনের সকল আপডেট জেনে নিন।

আসসলামুয়ালাইকুম গ্রাথর ইউজারস।আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই অনেক ভালো আছেন।প্রতিনিয়তই হয়তোবা বিভিন্ন ধরণের পোস্ট পড়ে নিজেদের জীবনচলার মান কে ভালোই উন্নত করতে পারছেন।অনেক ধরণের নিউজ আপডেট পেলেও, দেশের Transport related আপডেটগুলো পেয়েছেন কী??

হয়তোবা আবার হয়তোবা না।তবে চিন্তা নাই।আমি আছি তো!!দেশের ট্রান্সপোর্ট রিলেটেড তথ্যাবলী নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে।যদিও অনেকদিন ধরেই পোস্ট করতে পারি নি।তবে ইনশাল্লাহ আজ থেকে প্রতিনিয়তই দেশের ট্রান্সপোর্ট রিলেটেড আপডেট আপনাদের কাছে তুলে ধরবো।আশা করি আপনারাও আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ।তো চলুন এখন মূল পোস্ট এই চলে যাওয়া যাক;

ঢাকা হতে সীলেট; দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার,এই দূরের পথে জার্নি করার জন্যে সবচেয়ে সেফেস্ট,আরামদায়ক এবং জার্নি টাকে FEEL করার জন্য সবচেয়ে অন্যতম চয়েজ হচ্ছে রেল ভ্রমণ।যার জন্যে আজ আমি আপনাদের সুবিধার্থে ঢাকা হতে সীলেট রুটে চলাচল কৃত ট্রেনগুলোর সিডিউল,কখন-কোথা হতে ছেড়ে,কোথায় কোথায় থামে ও টিকেট সংক্রান্ত সকল তথ্যাবলীই তুলে ধরছি।তো কথা না বাড়িয়ে এখনই শুরু করি ট্রেনগুলোর নাম দিয়ে।

 

১.পারাবত এক্সপ্রেসঃ-

ঢাকা হতে সীলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন এটি।ট্রেনটি ঢাকার কমলাপুর হতে সকাল ৬ টা ২০ এ  ছাড়ে এবং বিমানবন্দর হয়ে ভৈরব বাজার,ব্রাহ্মণবাড়িয়া,আজমপুর,নায়াপারা,শায়েস্তাগঞ্জ,শ্রীমংগল,ভানুগাছ,কুলাউড়া মাইজগাও হয়ে দুপুর ১ টায় সিলেটে পৌছায়।

টিকেট প্রাইজঃ

এসিঃ ৭৩৬ টাকা।                          F_Class: ৪২৫ টাকা।                       স্নিগ্ধাঃ ৬১০ টাকা।                       শোভন চেয়ারঃ ৩২০ টাকা।

বন্ধের দিনঃ মঙ্গলবার।

২.জয়েন্তিকা এক্সপ্রেসঃ

ঢাকা হতে ছেড়ে যাওয়া দ্বিতীয় ট্রেনটি এইটা।যা সকাল ১১ টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে বিমানবন্দর হয়ে আশুগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া,আজমপুর,মুকুন্দপুর, হোরশপুর,মনতলা,নয়াপাড়া,শাহাগীবাজার,শায়েস্তাগঞ্জ,শ্রীমংগল,ভানুগাছ,কুলাউড়া মাইজগাও হয়ে সন্ধ্যা ৭ টায় সিলেটে পৌছায়।

টিকেট প্রাইজঃ

এসিঃ ৭৩৬ টাকা।                          F_Class: ৪২৫ টাকা।                       স্নিগ্ধাঃ ৬১০ টাকা।                       শোভন চেয়ারঃ ৩২০ টাকা।

বন্ধের দিনঃ বৃহস্পতিবার।

৩.কালনী এক্সপ্রেসঃ

ঢাকা থেক দুপুরের শেষভাগ সময়ে অর্থাৎ দুপুর ৩ টার দিকে ছেড়ে যায় কালনী এক্সপ্রেস। যা ঢাকার কমলাপুর স্টেশন ছাড়ে বিকেল ৩ টায় এবং ব্রাহ্মণবাড়িয়া,আজমপুর,শায়েস্তাগঞ্জ,শ্রীমংগল,ভানুগাছ,কুলাউড়া মাইজগাও হয় রাত ৯ টা ৩০ এ সিলেটে পৌছায়।

টিকেট প্রাইজঃ

এসিঃ ৭৩৬ টাকা।                                        স্নিগ্ধাঃ ৬১০ টাকা।                       শোভন চেয়ারঃ ৩২০ টাকা।

বন্ধের দিনঃ শুক্রবার।

৪.উপবন এক্সপ্রেসঃ

ঢাকা থেকে সিলেটগামী শেষ যেই এক্সপ্রেস ট্রেনটি রয়েছে তার নাম হচ্ছে উপবন এক্সপ্রেস।ট্রেনটি ঢাকা ছাড়ে রাত ৮ টা ৩০ এ এবং বিমানবন্দর,নরসীংদি,ভৈরব বাজার,শায়েস্তা গঞ্জ,শ্রীমঙ্গল,ভানুগাছ,শামসেরনগর,কুলাউড়া,বারামছাল,মাইজগাও হয়ে ভোর ৫ টায় সিলেট পৌছায়।

টিকেট প্রাইজঃ

এসি বার্থঃ ১০৯৯ টাকা।          F_BERTH:৬৪০ টাকা         F_CHAIR:৪২৫টাকা                     শোভনঃ ২৬৫ টাকা।                       শোভন চেয়ারঃ ৩২০ টাকা।

বন্ধের দিনঃ বুধবার।

 

তো এইটুকু পর্যন্তই ছিলো আমার আজকের টপিক যেখানে আমি ঢাকা হতে সিলেটগামী ট্রেনগুলোর টাইম সিডিউল এবং ভাড়া সংক্রান্ত তথ্যাবলী।

আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে।যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমায় ফলো করে আমার সাথেই থাকবেন।

Related Posts

11 Comments

মন্তব্য করুন