তবে কি মেসি রোনালদোর দৈরত্ব শেষ হতে চলেছে?

ফুটবল।
এ যেন এক আবেগ,ভালোবাসা,সপ্নের নাম।
কতো ইতিহাস পেরিয়ে বর্তমান ফুটবল আজ আমাদের কাছে। পুরো পৃথিবীকে মুষ্টিবদ্ধ করে ফেলে এই ফুটবল যা আমরা বিশ্বকাপ আসলেই দেখতে পাই।
দিনে দিনে এসেছে অনেক কিংবদন্তি যাদের পায়ের যাদুতে আমদের কখনো ফুটবলকে ভুলতে দেয়নি।
ফুটবলে কিংবদন্তি মানে ঈদের চাঁদের মতো।শত সাধনার পরে পাওয়া যায় একজন কিংবদন্তি।
কিন্তু বর্তমানে রাজত্ব করছে এমন দুই কিংবদন্তি যাদের কথা মনে আসতেই প্রশ্ন জাগে আসলে কে সেরা?
জ্বি, আমি মেসি এবং রোনালদোর কথাই বলছি।
এ যেন এক আকাশে দুই চাঁদের মতো।
আজ মেসি তার পারফরম্যান্সে রোনালদোকে ছাড়িয়ে যায় আবার যেন কাল রোনালদো।
এ যেন রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার খেলা, আর আমরা সেই সৌভাগ্যবান যারা একসাথে দুইজন কিংবদন্তির খেলা উপভোগ করছি।
মেসি তার ক্যারিয়ারে ৮৫৭ ম্যাচ খেলে ৬৯৮ গোল করেন সাথে ২৯১ অ্যাসিস্ট।অপরদিকে রোনালদো ১০০১ ম্যাচ খেলে গোল করেন ৭২৫ টি সাথে ২২২ টি অ্যাসিস্ট।
মেসির ব্যালন ৬ টি এবং ৬ টি গোল্ডেন শু অন্যদিকে
রোনালদোর ব্যালন ৫ টি এবং ৪ টি গোল্ডেন শু।
কে সেরা তর্কের খাতিরে হয়তো আপনি একজনকে বেছে নিবেন কিন্ত তারা দুজন তাদের জায়গা থেকে অনন্য।
ইসিহাস কখনো মুছবেনা তর্ক চলতে থাকবে অনন্তকাল।
হয়তো কারও পছন্দ ক্লাসিকাল মেসিকে আর অন্য কারও পছন্দ পরিশ্রমী রোনালদোকে।
কিন্ত যাকেই পছন্দ করেন না কেন যদি ফুটবলকে ভালোবাসেন অবশ্যই তাদের দুইজনকে ভালোবাসতেই হবে।
আসুন না ফুটবলকে ভালোবাসি আর তর্ক বাদ দিয়ে খেলা উপভোগ করি এই দুই লিজেন্ডের।
৩০ এর গন্ডি দুজনই পেরিয়েছেন আর এখনো চলছে একজন থেকে আর একজন ছাড়িয়ে যাওয়া।
বয়স কিন্ত ৩০ পেরিয়ে গেছে, আর কয়দিন দেখতে পারবেন তাদের খেলা?
কয়দিন আর উপভোগ করতে পারবেন দৃষ্টিনন্দন সব গোল? একবার ও কি নিজের কাছে প্রশ্ন করেছেন যদি এই দুই ফুটবলার অবসর নিয়ে যায় কতোটুকু অসহায় হয়ে যাবো এই সময়ের ফুটবল প্রেমি আমরা।
তাই মন থেকে ফুটবলকে ভালবাসুন আর ভালবাসুন মেসি রোনালদোকে তাদের মতো করেই।
কে সেরা সেই তর্কে না গিয়ে উপভোগ করি তাদের খেলা,ভালোবাসি ফুটবলকে।
যদ শত বছর পরেও কখনো কথা হয় সময়ের এই দুইজন লিজেন্ড কে নিয়ে, তাদের বলে দিও সাক্ষী ছিলাম আমরা এই সময়ের।
আর ইতিহাস সাক্ষী রেখে যেন বলতে পারি আমরা ছিলাম মেসি রোনালদোর সময়।

Related Posts

17 Comments

মন্তব্য করুন