দান করার ব্যবস্থা করলো ইনস্টাগ্রাম বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে

দান করার ব্যবস্থা করলো
ইনস্টাগ্রাম বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে

দান করার ব্যবস্থা করলো
ইনস্টাগ্রাম বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে

তাহলে ইনস্টাগ্রাম আজকাল ভালো ভালো কাজই করছে । যদিও ভালো কাজ তারপরও তারা নিজেদের লাভ তো দেখবেই তাই না । তো যাক সে কথা , আজকে কথা বলবো ইনস্টাগ্রামের নতুন একটি ফিচার রয়েছে সেবিষয় টা নিয়ে ।

আপনি যদি চান তাহলে দান করতে পারবেন বিভিন্ন দেশের দাতব্য প্রতিষ্ঠান গুলোতে । সেটা তাদের একাউন্টে সরাসরি পাঠাতে পারবেন ।

এই জন্য স্টোরিজ ফিচারে ‘ডোনেশন’ নামের স্টিকার যুক্ত করা হয়েছে। এটা ফেসবুকের ডোনেশন টুলস এর আদলে গঠন করা হয়েছে তাছাড়া এটা এখন ফেসবুকের অংগ সংগঠন বলে কথা ।

পরিক্ষা মুলক ভাবে কয়েকটি প্রতিষ্ঠানে পাঠানো সম্ভব ।এগুলো হলো ‘জেইডি ফাউন্ডেশন’, ‘নো কিড হাংরি’, ‘মালালা ফান্ড’, ‘ব্ল্যাক গার্লস কোড’সহ
বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে অর্থ পাঠানো যাবে ।

যদি আপনারা মনে করেন দান করবেন তাহলে এই ফিচারটি আপনার জন্য পারফেক্ট সলুশন।

তবে আমার মনে হয় এটা অনেক জনপ্রিয়তা অর্জন করবে । যদিও এটা ভালো কাজ । সকলেই এটাজে গ্রহণ করলে তো অবশ্যই সম্ভব বলে আমি মনে করি ।

তাহলে আজকে আর কথা না বাড়িয়ে চলে যায় , কথা হবে আরো কোনো টপিক্সে । টাটা বাই বাই ।

Related Posts