আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি সকলে বেশ ভালো আছেন। আপনাদের মাঝে আবারও নতুন একটি আর্টিকেল নিয়ে চলে আসলাম। দুই অক্ষরের ছেলে এবং মেয়ে শিশুর ইসলামিক নামের তালিকা ১০০+ দুই অক্ষরের মেয়ে শিশুর নাম – শিশুদের নাম এর বিষয়টি কিন্তু অনেক গুরুত্ব বহন করে। একটি নাম থেকে একজন ব্যক্তির পরিচয় গড়ে উঠে। একজন ব্যক্তিতে তার নামের মধ্যে দিয়ে সবাই তাকে চিনে থাকে।
প্রত্যেক বাবা মা তাদের সন্তানের জন্য একটি সুন্দর নাম দিতে চান। এক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আজকে আমরা নামের তালিকা নিয়ে চলে আসলাম। ছেলে ও মেয়ে শিশুদের দুই অক্ষরের ইসলামিক নাম নিয়ে থাকছে আমাদের আজকের এই আর্টিকেলটা। তারমানে নিশ্চই বুঝতে পারছেন, আজকের আর্টিকেল থেকে আপনি আপনার শিশুর জন্য ভালো একটি নাম বাছাই করতে পারবেন।
ছেলে শিশুদের জন্য দুই অক্ষরের ইসলামিক নামের তালিকা ৫০
১. আলী – Ali
২. ইয্যু – Izzu
৩. ঈসা – Esa
৪. ঈদ – Eid
৫. হক – Haque
৬. অলি – Oly
৭. ওফা – Wafa
৮. কাজি – Kazi
৯. কাশি – Kashi
১০. খলি – Khali
১১. গুল – Gul
১২. গনি – Goni
১৩. গানি – Gaani
১৪. চান্দা – Chanda
১৫. জয় – Joy
১৬. শুভ – Shuvo
১৭. জিয়া – Zia
১৮. তাক্বী – Takki
১৯. তাজ – Taj
২০. দাহি – Dahi
২১. আশু – Ashu
২২. ধীর – Dhir
২৩. তীর – Teer
২৪. নবী – Nabi
২৫. নাদি – Nadi
২৫. নূরু – Nuru
২৬. নূর – Nur
২৭. মন্টু – Mantu
২৮. নাফে – Naafee
২৯. পর্ব – Purba
৩০. প্রিন্স – Prince
৩১. প্রিত – Preet
৩২. বাক – Bak
৩৩. ভীড় – Veer
৩৪. বান্না – Banna
৩৫. বিশু – Bishu
৩৬. বাসু – Bashu
৩৭. রাজু – Raju
৩৮. হেত – Heat
৩৯. বারে – Baare
৪০. বাজ – Baaj
৪১. মাক্কী – Makki
৪২. মুবি – Mubi
৪৩. মুয়ী – muyi
৪৩. শাফি – Shafi
৪৪. শাহ – Shah
৪৫. শীষ – Shish
৪৬. শিবু – Shivu
৪৭. শাযু – Shaju
৪৮. শান – Shan
৪৯. সফি – Safi
৫০. শীর – Shir
মেয়ে শিশুদের জন্য দুই অক্ষরের ইসলামিক ৫০ টি নামের তালিকা
১. মেঘ – Megh
২. রাফি – Rafi
৩. নিগু – Nigu
৪. সান্তা – Santa
৫. নিশি – Nishi
৬. নিধি – Nidhi
৭. নিল – Nil
৮. লাবু – Labu
৯. লাল – Lal
১০. দিলু – Dilu
১১. নীলা – Nila
১২. অতি – Ati
১৩. আশা – Asha
১৪. এশা – Easha
১৫. ইশা – Isha
১৬. উর্মি – Urmi
১৭. বর্ষা – Barsha
১৮. কথা – Kotha
১৯. রিধি – Ridhi
২০. রিমি – Rimi
২১. উক্তি – Ukti
২২. ইতি – Eeti
২৩. এনা – Eana
২৪. শান্তি – Shanti
২৫. নিপু – Nipu
২৬. অপু – Apu
২৭. অপি – Opi
২৮. চিত্রা – Chitra
২৯. চৈতী – Chaity
৩০. অতি – Ati
৩১. ছবি – Chabi
৩২. রিং – Ring
৩৩. রিমি – Rimi
৩৪. ঝুম – Jhum
৩৫. দীপ্তি – Deepti
৩৬. জুহি – Juhi
৩৭. জুই – Jui
৩৮. জতি – Joti
৩৯. যুতি – Juti
৪০. যোহা – Joha
৪১. জুলি – Juli
৪২. তাহি – Tahi
৪৩. টিয়া – Tiya
৪২. ডলি – Doli
৪৩. পাখি – Pakhi
৪৪. তুবা – Tuba
৪৫. তাহ – Tah
৪৬. দিয়া – Diya
৪৭. উমি – Umi
৪৮. রিমা – Rima
৪৯. ফাহি – Fahi
৫০. মাহি – Maahi
বাচ্চার নাম কেমন রাখা উচিত?
আপনার শিশুর নাম রাখার ক্ষেত্রে একটি বিষয় ঠিক রেখে নাম নির্বাচন করুন। সেটা হচ্ছে বাবা মায়ের নামের অনুসারে সন্তানের নাম নির্বাচন। ধরুন আপনি নাম স দিয়ে আপনার স্ত্রীর নাম স দিয়ে এক্ষেত্রে যদি আপনি আপনার সন্তানের নাম স দিয়ে রাখেন তবে বিষয়টা মানাসই হবে। এভাবে সন্তানের নাম রাখা যেতে পারে। তবে নাম রাখার পূর্বে নামের অর্থ জেনে নিবেন।
এই ছিল আমাদের আজকের আর্টিকেল, ভালো লাগল শেয়ার করবেন, আল্লাহ হাফেজ।