আসসালামু আলাইকুম!
আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছে!
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর তায়ালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।
প্রিয় ভাই,
আমি মানুষ আর মানুষ মাত্রই ভুল তাই যদি কোথাও কোনো রকম ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এবং কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সেই ভুলগুলো ঠিক করার চেষ্টা করব।
আমার পোস্টে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে সাথে রিপ্লাই দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করব।
আপনাদের অনেকেরই সবথেকে জাভা অ্যাপ চালানো কিন্তু অ্যান্ড্রয়েড ফোন হাতে এখন আর আমরা কোন জায়গায় আছি ব্যবহার করতে পারি না বা চালানো যায় না করবেন কোন রকম ঝামেলা ছাড়াই একদম ফ্রিতে।
তো চলেন বেশি কথা না বলে শুরু করি।
প্রথমে এই লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করুন অথবা প্লে স্টোরেেে সার্চ করুন (J2me loader)
যেকোনোভাবে অ্যাপসটা ইন্সটল করে নিন।
তারপর অ্যাপসটি ওপেন করুন:
আপনি যে যাবার অ্যাপসটি ব্যবহার করবেন সেটা আগে থেকে আপনার ফোনে ডাউনলোড করা থাকতে হবে।
অ্যাপসটি ওপেন হলে + অপশনে ক্লিক করে আপনার অ্যাপসটা ইন্সটল করে নিন:
আপনার যে পোলার অ্যাপসটি ডাউনলোড করা আছে সেই ফোল্ডারে যান:
এরপর অ্যাপসটি ইন্সটল হতে কিছুক্ষণ সময় নেবে ধৈর্য ধরে অপেক্ষা করুন।
এরপর start অপশনে ক্লিক করুন:
এবার আপনার ইচ্ছামত সেটিং গুলো চেক করে নি তারপর উপরে বাম দিকে start অপশনে ক্লিক করুন।
এবার আপনার অ্যাপসটি ওপেন হবে:
এবার আমাদের কাজ শেষ।
এখন ইচ্ছামত জাভা অ্যাপস ব্যবহার করতে পারেন।
আজকের মত এখানেই ভালো থাকবেন।
আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরো এরকম ইন্টারেস্টিং টপিকে পোস্ট দিতে পারে।
আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে বরকাতু।